বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি চক্র রুখতে নিজেই অভিযান চালালেন জেলাশাসক

স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি চক্র রুখতে নিজেই অভিযান চালালেন জেলাশাসক

কাটোয়ার নার্সিংহোম থেকে উদ্ধার হওয়া স্বাস্থ্য সাথী কার্ড। ফাইল ছবি।

খতিয়ে দেখার পর জেলাশাসক বলেন, ‘ওই নার্সিংহোমে স্বাস্থ্য দফতরের গাইডলাইন ঠিকমতো মানা হচ্ছে না।’

সম্প্রতি পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তার পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জালিয়াতি চক্র রুখতে সক্রিয় হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন। এই জালিয়াতি চক্র বন্ধে বিভিন্ন নার্সিংহোমে অতর্কিতে অভিযান চালানো হচ্ছে। এবার খোদ অভিযান চালালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। আধিকারিকদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি বেসরকারি নার্সিংহোমে তিনি অভিযান চালান।

নার্সিংহোমগুলিতে নিয়ম মেনে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হচ্ছে কিনা, তাতে আদৌও কোনও অনিয়ম হচ্ছে কিনা অথবা স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে সেগুলির ডিসপ্লে বোর্ড রয়েছে কি না তা খতিয়ে দেখেন। স্বাস্থ্যসাথী নিয়ে ডেডিকেটেড ডেস্ক বা রেজিস্টার মেইনটেন করা হচ্ছে কি না তার সমস্ত কিছু থেকে দেখেন জেলাশাসক। শনিবার পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোমে অভিযান চালান জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা। ওই নার্সিংহোম খতিয়ে দেখার পর জেলাশাসক বলেন, ‘ওই নার্সিংহোমে স্বাস্থ্য দফতরের গাইডলাইন ঠিকমতো মানা হচ্ছে না।’ পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে যে সমস্ত রোগীদের চিকিৎসা হচ্ছে তাদের স্বাস্থ্যসাথী কার্ড খতিয়ে দেখেন।

উল্লেখ্য, কাটোয়ার একটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জালিয়াতি চক্র প্রকাশ্যে আসতেই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। কিছুদিন আগেই এ নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারপরেই নার্সিংহোমগুলিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, আপাতত জেলার নার্সিংহোমগুলিতে এইভাবে অভিযান চলবে।

বন্ধ করুন