বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > DLED: ডিএলএড প্রশ্নপত্র ফাঁস! বড় দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

DLED: ডিএলএড প্রশ্নপত্র ফাঁস! বড় দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি

এত কেলেঙ্কারির পরেও কেন পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাচ্ছে না তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। তবে কি বাস্তবে গোটা পরীক্ষা ব্যবস্থার পেছনে এখনও নানা অসাধু চক্র কাজ করছে? তবে এবার এই পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ।

ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছিল। এমনকী পরীক্ষার আগে প্রশ্ন ঘুরেছে সোশ্য়াল মিডিয়ায়। এমনটাও বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে। এবার সেই পরীক্ষা বাতিলের বড় দাবি তুলে দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। মঙ্গলবার বর্ধমানে দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই দাবি তোলেন।

তিনি সাফ জানিয়ে দেন, পরীক্ষা বাতিল করা দরকার। প্রশ্নপত্র ফাঁস পশ্চিমবঙ্গে যেন নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্ষের মধ্যেই ভূত রয়েছে। পুরো শিক্ষামন্ত্রক জেলের মধ্যে চলে গিয়েছে। তবু ভেতরের মধ্যে ভূত গুলো বসে রয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থার মান নেমে যাওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।

এদিকে ডিএলএডে প্রশ্ন ফাঁসের ব্যাপারটি অবশ্য সরাসরি স্বীকার করতে চায়নি পর্ষদ। পর্ষদের দাবি, এনিয়ে তদন্ত করা হবে। কেউ জড়িত কি না সেটা দেখা হবে। সরকারকে কালিমালিপ্ত করার জন্য় কেউ ষড়যন্ত্র করেছে বলেও পর্ষদের তরফে দাবি করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, নিয়োগ নিয়ে দুর্নীতির একের পর এক অভিযোগ। এনিয়ে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। বঞ্চনার অভিযোগ তুলে পরীক্ষার্থীরা দলে দলে আন্দোলনে নেমেছেন। দিনের পর দিন ধরে তাঁরা ধরনা অবস্থানে নেমেছেন। তারপরে অবস্থার এতটুকু পরিবর্তন হয়নি। কেন ডিএলএড পরীক্ষার আগেই প্রশ্নপত্র বেরিয়ে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই পরীক্ষা বাতিলের দাবিও উঠতে শুরু করেছে।

এত কেলেঙ্কারির পরেও কেন পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাচ্ছে না তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। তবে কি বাস্তবে গোটা পরীক্ষা ব্যবস্থার পেছনে এখনও নানা অসাধু চক্র কাজ করছে? তবে এবার এই পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ। কিন্তু প্রশ্নটা থেকেই গিয়েছে সত্যি কি পরীক্ষা বাতিল হবে? আর পরীক্ষা বাতিল না হলে এই পরীক্ষাকে কি আদৌ স্বচ্ছ বলে উল্লেখ করা যায়? এর আগে প্রশ্নপত্র আগাম ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হওয়ার নজির রয়েছে। সেই পথে কি আদৌ হাঁটবে পর্ষদ?

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

টানা অনশনে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা, তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি কোনও সিনেমা হয়, হুডখোলা গাড়িতে চড়ে বরবেশে দিল্লিতে ফের বিয়ে করতে হাজির রণবীর! বিনামূল্যে টম্য়াটো নিতে বাধ্য করেছে সুইগি ইনস্টামার্ট, চটে লাল ক্রেতা! সোনার বছরে সোনার কেল্লা! বরানগর শরৎ কানন পল্লির দুর্গোৎসব তাই মানিক-ময় রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ২০২৪র কোজাগরী লক্ষ্মীপুজোর শারদ পূর্ণিমা কখন পড়ছে? চন্দ্রোদয় কখন? রইল তিথি আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো মঞ্জুলিকার ভয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের হুমকি, মুম্বই-হাওড়া মেলেও বোমাতঙ্ক ওয়াশিংটনে বাবুলের শোয়ে জাস্টিস ফর RG Kar টিশার্ট পরায় আক্রমণ সাউন্ড আর্টিস্টকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.