বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gobordanga Hospital: অর্ধেক মাস ডাক্তার নেই গোবরডাঙা হাসপাতালে, বিপাকে পড়েছেন একাধিক রোগী

Gobordanga Hospital: অর্ধেক মাস ডাক্তার নেই গোবরডাঙা হাসপাতালে, বিপাকে পড়েছেন একাধিক রোগী

গোবরডাঙা হাসপাতাল

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে হাসপাতালের গোটা পরিকাঠামো নষ্ট হচ্ছে বলে অভিযোগ। ২০১৪ সালে জেলা পরিষদ নোটিশ দিয়ে ইন্ডোর পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তবে করোনাভাইরাসের সময় স্বাস্থ্যদফতর এটিকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলে। ৫০ বেডের এই হাসপাতালে পাঁচজন চিকিৎসক, সাতজন নার্স নিয়োগ করা হয়েছিল।

করোনাভাইরাস যখন জাঁকিয়ে বসেছিল রাজ্যে তখন কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল হাসপাতাল। কিন্তু এখন করোনাভাইরাস মুক্ত বাংলা হলেও চিকিৎসকের অভাবে চিকিৎসা বন্ধ গোবরডাঙা হাসপাতালে বলে অভিযোগ। এমনকী গত ১৫ দিন (‌অর্ধেক মাস)‌ ধরে বন্ধ পরিষেবা। যার জেরে চরম বিপাকে গোবরডাঙা–সহ গাইঘাটা এবং স্বরূপনগরের বাসিন্দারা। উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর অভাবে জেলা পরিষদ পরিচালিত এই হাসপাতাল বন্ধ। তবে জেলা পরিষদ জানিয়েছে, চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়ে স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঠিক কী জানাচ্ছে জেলা পরিষদ?‌ এই সমস্যা নিয়ে এখন সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘একমাত্র চিকিৎসক অবসর নেওয়ায় হাসপাতাল আপাতত বন্ধ। বিষয়টি জেলাশাসক ও স্বাস্থ্যদফতরকে জানানো হয়েছে। এমনকী স্বাস্থ্যদফতরকে হাসপাতাল অধিগ্রহণের অনুরোধ জানিয়েছি। আর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ওপিডি চালানোর চেষ্টা চলছে।’

আর কে, কি বলছেন?‌ এই সমস্যা নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন, ‘প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। দ্রুত ওই হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত সংবাদমাধ্যমে বলেন, ‘চিকিৎসক ও নার্সের অভাবে গত ১৫ দিন ধরে গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল বন্ধ। বিষয়টি সর্বস্তরে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।’ এখানের একমাত্র চিকিৎসক জর্জ অগস্টিন গত ডিসেম্বর মাসে অবসর নেন। তারপর থেকে গোবরডাঙা হাসপাতাল বন্ধ রয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ ১৯৫৭ সালে প্রায় ৬ বিঘা জমির উপর গোবরডাঙা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। পরিকাঠামোর উন্নতি হলে সেটি আধুনিক হাসপাতালে বদলে যায়। ২০০১ সালে হাসপাতালটি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধীনে আসে। তারপর থেকেই পরিষেবার মান খারাপ হতে থাকে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার রয়েছে। অপারেশন থিয়েটার এবং প্যাথলোজিক্যাল পরীক্ষার পরিকাঠামোও রয়েছে। শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে হাসপাতালের গোটা পরিকাঠামো নষ্ট হচ্ছে বলে অভিযোগ। ২০১৪ সালের নভেম্বর মাসে জেলা পরিষদ নোটিশ দিয়ে ইন্ডোর পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তবে করোনাভাইরাসের দাপটের সময় স্বাস্থ্যদফতর এটিকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলে। ৫০ বেডের এই হাসপাতালে পাঁচজন চিকিৎসক, সাতজন নার্স ছাড়াও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হয়েছিল। এখন হাসপাতালটি বন্ধ হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.