বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জব্দ হবে অপরাধী! প্রতিটি জেলা ও পুলিশ কমিশনারেটে ডগ স্কোয়াডের প্রস্তাব

জব্দ হবে অপরাধী! প্রতিটি জেলা ও পুলিশ কমিশনারেটে ডগ স্কোয়াডের প্রস্তাব

জব্দ হবে অপরাধী! প্রতিটি জেলা ও পুলিশ কমিশনারেটে ডগ স্কোয়াডের প্রস্তাব (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

‌যে কোনও অপরাধের রহস্য উন্মোচনের ক্ষেত্রে কুকুরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার সেই ডগ স্কোয়াডের পরিসর আরও বাড়াতে চাইছে পুলিশ। প্রতিটি জেলা ও কমিশনারেটে যাতে ডগ স্কোয়াড তৈরি হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। এই ডগ স্কোয়াডের সংখ্যা বাড়লে অপরাধ দমন আরও সহজ হবে বলে ওয়াকিবহাল মহলের মত।

রাজ্য পুলিশের তরফে নবান্নের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ ও রেল পুলিশ মিলিয়ে মোট ৩৮টি জায়গায় ডগ স্কোয়াড তৈরি করা হবে। প্রতিটি ডগ ইউনিটে চারটি করে কুকুর থাকবে। দুটি থাকবে ক্রাইম ট্র‌্যাকার হিসেবে। আর অন্য দুটি থাকবে স্নিফার হিসেবে। এক থেকে দু'মাস বয়সের কুকুরদের ৬ মাস প্রশিক্ষণ দিয়ে এই ডগ ইউনিটে পাঠানো হবে। এই সব কুকুররা নিয়মিত বেতন পাবে। এই বেতনের টাকা কুকুরদের পরিচর্চার কাজে সংগঠিত হবে। রাজ্য পুলিশ সূত্রে খবর, ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড প্রজাতির কুকুর কেনার পরিকল্পনা রয়েছে। ল্যাব্রাডর গন্ধ শুঁকতে সক্ষম হয়। অন্যদিকে জার্মান শেফার্ড সাধারণত ক্রাইম ট্র‌্যাকার হয়। এই দুই প্রজাতির পর অন্য প্রজাতির কুকুর কেনা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

ভবানী ভবন সূত্রে খবর, এখন রাজ্য সরকারের হাতে ৬০টি কুকুর রয়েছে। এর মধ্যে ১০টি কুকুর থাকে স্বামী বিবেকানন্দ ট্রেনিং সেন্টারে। বিভিন্ন জেলা, পুলিশ কমিশনারেট ও রেল পুলিশের হাতে কিছু কুকুর রয়েছে। কোনও কোনও জায়গায় দুটির বেশি কুকুর নেই। কোথাও কোথাও ডগ স্কোয়াডই নেই। রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, নতুন জেলা ও পুলিশ কমিশনারেটে কোনও দক্ষ কুকুর নেই। তদন্তের প্রয়োজনে অন্য রাজ্য থেকে কুকুর আনতে হচ্ছে। ঝাড়গ্রাম জেলায় পুলিশের হাতে কোনও কুকুরই নেই। সেখানে কোনও তদন্ত সংগঠিত করতে হলে মেদিনীপুর থেকে কুকুর আনতে হয়। এই সমস্যা সমাধানে এবার পুলিশের তরফে জেলা জেলায় ডগ স্কোয়াড তৈরি করার প্রস্তাব পাঠানো হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.