শ্বশুরবাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধারে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন বাবা। ঘটনা কাটোয়ার ১৪ নম্বর ওয়ার্ডের। নিহত বধূর নাম পলি দত্ত। নিহতের স্বামী চন্দ্রশেখর দত্ত ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ২ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে ৩ বছর আগে চন্দ্রশেখরবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল শহরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলির। মৃতের বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের ওপর লাগাতার অত্যাচার চালাত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। যার ফলে মাঝেমাঝেই মেয়েকে নিজের কাছে এনে রাখতেন তিনি। বুধবার সকালে তাঁর সঙ্গে ভিডিয়ো কলে কথা হয়েছে মেয়ের সঙ্গে। বিকেলে বলছে মেয়ে আত্মহত্যা করেছে। ওইটুকু ছেলেকে রেখে আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে ওরা বালিশ চাপা দিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে। এই মর্মে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদীপ কোঙার। অভিযোগ পেয়ে মৃতের স্বামী চন্দ্রশেখর দত্ত, শ্বশুর সলিল দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
দাম্পত্যকলহের কথা স্বীকার করেও খুনের অভিযোগ মানতে চাননি চন্দ্রশেখরবাবু। তিনি বলেন, অভিমানে আবেগে আত্মঘাতী হয়েছেন স্ত্রী।