ডুয়ার্স থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় মাঝে পড়ে জঙ্গল। আর সেই জঙ্গল দিয়ে যাওয়ার সময় ট্রেনের সামনে এসে পড়ে প্রাণীরা। এমন ঘটনা মাঝেমধ্যেই ট্রেনের চালকরা দেখে থাকেন। কিন্তু এবার ঘটে গেল অন্যরকম ঘটনা। যার জেরে ট্রেন দাঁড় করিয়ে দিতে হল চালককে। আর তাতেই বেঁচে গেল হাতিদের প্রাণ। ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে যখন ট্রেন ছোটে তখন তার গতি খুব বেশি থাকে না। তাই জঙ্গল এলাকায় ট্রেনের কাছাকাছি কোনও প্রাণী চলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। এই বিষয়ে ট্রেনের চালকরা সদা সতর্ক থাকেন।
কিন্তু এতদিন ছোটখাট প্রাণী এসেছিল ট্রেনের সামনে। ফলে চাপে পড়তে হয়নি ট্রেন চালকদের। এবার ট্রেন যাওয়ার সময় ওই রুটে রেললাইনে দাঁড়িয়ে পড়ল বিশাল এক হাতি। গজরাজের এই আবির্ভাবে তখন জরুরিকালীন ব্রেক কষলেন চালক। এভাবেই জঙ্গলের প্রাণীটির প্রাণ রক্ষা করলেন সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুই ট্রেন চালক। তবে প্রথমে তাঁরা খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন। শনিবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝে চাপরামাড়ির জঙ্গলে হাতিটি ট্রেনের সামনে চলে আসে। তখন ট্রেন থামিয়ে দেওয়া হয়। আর তা দেখে লাইন পেরিয়ে চলে যায় ওই গজরাজ। তখন আবার গন্তব্যে রওনা হয় ট্রেন।
আরও পড়ুন: হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বিরাটি স্টেশনে, রেল অবরোধ
আগে বহু প্রাণীরই প্রাণ এভাবে বেঁচে গিয়েছিল। আবার কোনও কোনও ক্ষেত্রে বাঁচানো যায়নি এমন ঘটনাও ঘটে। কিন্তু এবার ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বেঁচে গেল একটি বিশাল হাতি। ট্রেনের চালক লক্ষ্য করেন রেল লাইনের উপর দিয়ে একটি হাতি হেঁটে এসে দাঁড়াল। কিছু যেন খুঁজছে সে। দূর থেকে দেখতে পেয়ে ট্রেনের জরুরিকালীন ব্রেক কষে দিলেন চালকরা। তখন ট্রেনের থেকে খুব বেশি দূরে ছিল না ওই হাতিটি। আলো পড়তেই একবার ট্রেনের দিকে তাকাল। তারপর ট্রেন দাঁড়িয়ে যেতেই ধীরে হেঁটে চলে গেল। কিছুক্ষণ পরে হাতিটি রেললাইন থেকে নেমে আবার জঙ্গলে চলে যায়। এরপর ট্রেনটি রওনা দেয়।
গজরাজ যখন ট্রেনের সামনে আসে তখন চোখ বড় বড় হয়ে যায় চালকদের। যদি হাতি আক্রমণ করে তাহলে কী হবে! ভাবতে থাকেন তাঁরা। তবে গজরাজও যেন বুঝল তার জন্যই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। তাই সে একঝলক ট্রেনের দিকে তাকিয়ে লাইন থেকে সরে গেল। হাঁফ ছেড়ে বাঁচলেন চালকরা। কারণ ট্রেনের ধাক্কায় যদি হাতির মৃত্যু হতো তাহলে তাঁরা বন্যপ্রাণ হত্যার দায়ে শাস্তি পেতেন। ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে ব্রডগেজ রেললাইন। তাই এখানে বন্যজন্তুর যাতায়াত লেগেই থাকে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়।