তৃণমূল পরিসরে যত বড় হয়েছে ততই আঙুল ফুলে কলাগাছ হয়েছে এক-একজন নেতার। তবে কেবলমাত্র তৃণমূলের কর্মীদেরই নয়, একাধিক সরকারি আধিকারি আদৌ সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করেন কি না তা নিয়েও প্রশ্ন থেকে গিয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় সরকারি কর্মী আধিকারিকরা কার্যত ঠান্ডাঘরে বসেই সব কাজ চালিয়ে যান। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। দিনের পর দিন ধরে বিডিও অফিসে গিয়ে অফিসারের ঘরে প্রবেশের সুযোগ পান না গ্রামের গরিব মানুষ। অথচ সেই গরিব মানুষই ভোট দিয়ে ঘাসফুলের সরকার এনেছে রাজ্যে। সেই গরিব মানুষের জন্যই একের পর এক সরকারি প্রকল্প এনেছে সরকার। অথচ সেই গরিব মানুষই পাত্তা পায় না সরকারি অফিসে গিয়ে। তবে এবার সেই সরকারি আধিকারিকদের সতর্ক করে দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতার পরামর্শ, সরকারি পরিষেবা দেওয়ার কাজে গতি ও স্বচ্ছতা আনতে এবার গরিব মানুষের উঠোনে বসে সরকারি অফিসার ও জনপ্রতিনিধিদের চা খেতে হবে। এমনকী ওই বাড়ির লোকজনের যদি এতজনকে চা খাওয়ানোর মতো আর্থিক অবস্থা না থাকে তবে চা দুধ, চিনি কিনে নিয়ে যেতে হবে।
বাংলায় এখন মা মাটি মানুষের সরকার। দলের লোকজনকে একেবারে মাটির কাছাকাছি থাকার জন্য় বার বার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার সরকারি আধিকারিকদের চা দুধ চিনি নিয়ে গরিব মানুষের দাওয়ায় বসে চা খাওয়ার পরামর্শ মমতার।
মঙ্গলবার মালদায় বিভিন্ন সরকারি পরিষেবার নথি সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলার মুখ্য়মন্ত্রীর এই নির্দেশ। আরও মাটির কাছাকাছি থাকার নির্দেশ সরকারি আধিকারিকদের।
মমতা রাজ্যের মুখ্য়সচিব মনোজ পন্থকে দেখিয়ে বলেন, আমার সঙ্গে এসেছেন চিফ সেক্রেটারি। তিনি সকাল থেকে এসে মালদা মেডিক্য়াল কলেজ পরিদর্শন করেছেন। আরও চার পাঁচটা জায়গায় ভিজিট করেছেন। ওঁকে দেখে শিখুন। কীভাবে কাজ করতে হয়। মানুষের কী অসুবিধা আছে তাঁদের সঙ্গে কথা বলে সেটা জানার চেষ্টা করতে হবে। বিডিও, এসডিও, ডিএম, ওসি, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জনপ্রতিনিধি যারা আছেন তাঁরা এমএলএ…সবাইকে বলব সপ্তাহে একদিন এক ঘণ্টা করে গরিব মানুষের বাড়ি যান। তাঁদের বাড়িতে গিয়ে চা খান। যাঁর ক্ষমতা নেই তাঁর জন্য চা দুধ চিনি কিনে নিয়ে যান। আসুন আমিও চা খাই আপনিও খান। এটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না। এর জন্য কারোর কাছে চাওয়ার প্রয়োজন হয় না। মানুষ বুঝবে বাড়িতে এসেছেন এটাই বড় কথা।যাবেন মাটির দাওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন জিজ্ঞেস করবেন, আপনার কি কোনও সমস্যা আছে? বলেন মমতা।