চলন্ত ট্রাকে আগুন লেগে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ট্রাক চালকের নাম সফিকুল ইসলাম (৪০)। ওই ট্রাকে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই উধাও রয়েছে ওই ট্রাকের খালাসি। ফলে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে খুন করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
আমডাঙ্গায় আমের গুদামে আগুন, ভস্মীভূত লক্ষাধিক টাকার আম, মাথায় হাত ব্যবসায়ীদের
রবিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। মৃত ট্রাক চালকের বাড়ি গাজোল থানার আলাল পঞ্চায়েতের শুরমনি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে মাল আনলোড করে শিলিগুড়ির দিক থেকে ট্রাক নিয়ে বাড়ি ফিরছিলেন চালক ও খালাসি। সেই সময় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ট্রাকে আগুন লাগে। দীর্ঘক্ষণ ধরে ট্রাকে আগুন জ্বলতে থাকে স্থানীয়রা সেই আগুন দেখলেও নেভানোর চেষ্টা করেননি। তবে তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তারা সেখানে গিয়ে চালকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। চালককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় রহস্যজনক ভাবে নিখোঁজ খালাসি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে দেহ সনাক্ত করে মৃতের পরিবার।
সফিকুলের পরিবার আগুন লাগানোর অভিযোগ এনেছেন। মৃতের পরিবারের সদস্য মনিরুজ্জামান বলেন, সফিকুল মাল আনলোড করে বেশ কিছু টাকা নিয়ে ফিরছিল। দুষ্কৃতীরা সেই টাকা ছিনতাইয়ের পর সফিকুলকে মেরে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ তার। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিদগ্ধ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।