দুয়ারে সরকার, দুয়ারে রেশনের কথা শুনেছেন অনেকেই। এনিয়ে বেশ স্বস্তিতেই রয়েছেন রাজ্যবাসী অনেকেই। কিন্তু দুয়ারে পুলিশ শুনে প্রাথমিকভাবে ঘাবড়ে যাওয়ারই কথা। না সেরকম কিছু নয়। আমজনতার কথা মন দিয়ে শুনতে ও সমস্যা সমাধানের নিরিখে একেবারে গ্রামেতেই শিবির করলেন পুলিশ কর্তারা। পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা এলাকার দুধবাগান ও আউশগ্রামের কালিকাপুরে গ্রামবাসীদের জন্য শিবিরের আয়োজন করলেন জেলা পুলিশ ও ভাতার থানার পুলিশ আধিকারিকরা। ইউনিফর্ম পরা পুলিশ আধিকারিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পুলিশ আধিকারিকদের দাবি থানা থেকে গ্রামটি প্রায় ৩০ কিলোমিটার দূরে। সেকারণে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেকারণেই এই বিশেষ উদ্যোগ।
এদিকে নানা সমস্যা নিয়ে বাসিন্দারা হাজির হয়েছিলেন পুলিশ কর্তাদের কাছে। কারোর অভিযোগ, বাড়িতে স্বামী নির্য়াতন করে। কারোর দাবি আধার কার্ড, রেশন কার্ড হারিয়ে গিয়েছে। সেগুলি খুঁজে দিতে হবে। অন্য়দিকে কারোর আবার জমির সীমানা নিয়ে সমস্য়া। কেউ আবার পুলিশের কাছে আর্জি জানিয়েছেন রাস্তা সংস্কারের জন্য। একাধিক বিষয়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা। জেলার ডিএসপি(ডিআইবি) বীরেন্দ্র কুমার পাঠক, সার্কেল ইনপেক্টর(বর্ধমান এ) সাধন বন্দ্যোপাধ্য়ায়, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় এই শিবিরে উপস্থিত ছিলেন। তবে শুধু সমস্যা শোনাই নয়, মাদক বর্জন, বাল্যবিবাহ রোধ সহ নানা সামাজিক ব্যধির বিরুদ্ধে বাসিন্দাদের একতাবদ্ধ অবস্থায় লড়াই করার পরামর্শও দেওয়া হয়েছে শিবির থেকে।