বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নুন খেলে সরকারের গুণ গাইতে হবে, দুয়ারে সরকার প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার

নুন খেলে সরকারের গুণ গাইতে হবে, দুয়ারে সরকার প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার

প্রতিকি ছবি

তাঁকে বলতে শোনা যায়, ‘লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে।’

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের উল্লেখ করে তাঁকে হুমকি দিতে শোনা যায়। অভিযুক্ত তৃণমূলের বাদুড়িয়া ব্লক সভাপতি প্রকাশ সরদার। ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা।

শনিবার বাদুড়িয়ার কাটিয়াহাট হাই স্কুলে বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প। মূলত নিম্নবিত্ত মুসলিম অধ্যুষিত ওই এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করতে হাজির হয়েছিলেন বহু মহিলা। সরকারি ক্যাম্পে হাজির ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সরদার। ঘুরে ঘুরে লাইনে দাঁড়ানো মহিলাদের হুমকি দিতে থাকেন তিনি।

তাঁকে বলতে শোনা যায়, ‘লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে।’

এব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে প্রকাশবাবুর স্পষ্ট জবাব নুন খেলে গুণ গাইতে হবে। তিনি বলেন, ‘সরকারের সুবিধা নিলে সরকারকেও দেখতে হবে। যদি অন্য দলকে সমর্থন করেন তাহলে পরিষেবাও অন্য দল থেকে নিতে হবে।’

প্রকাশবাবুর এই মন্তব্যের বিরোধিতা করে স্থানীয় বিজেপি নেতা বলেন, ‘দল আর সরকার মিলে মিশে একাকার করে ফেলেছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের কোনও নেতার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে না। এটা জনগণের করের টাকা। কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে অনুদান দিচ্ছে তাই বিলি বণ্টন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ছোট – বড় - মাঝারি নেতারা দাবি করছেন এই টাকা তাঁদের। এই জন্যই কেন্দ্রকে হিসাব বুঝে নিয়ে টাকা পাঠাতে বলেছে বিজেপি।’

 

বন্ধ করুন