বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভিড়ের চাপে বন্ধ হল ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প, বিক্ষোভ জনতার

ভিড়ের চাপে বন্ধ হল ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প, বিক্ষোভ জনতার

শুক্রবার বারাসতে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্পে মানুষের ভিড়। 

ক্যাম্পের দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ভিড় এড়াতে বাড়িবাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাঁরা ফর্ম নিতে এসেছিলেন তাঁদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়েছে।

করোনা অতিমারির মধ্যেই রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে জমল থিকথিকে ভিড়। তাতেই ক্যাম্প বন্ধ করার সিদ্ধন্ত নিতে হল প্রশাসনকে। এর জেরে শুক্রবার বারাসত পুরসভার ২০ – ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। 

বৃহস্পতিবারের পুনরাবৃত্তি শুক্রবার। ফের বারাসতে ভিড়ের চাপে বন্ধ করে দিতে হল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। শুক্রবার ক্যাম্প করা হয়েছিল বারাসতের বামুনমুড়া কুসুমকুমারী বালিকা বিদ্যালয়ে। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। বিশেষ করে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য ভিড় ছিল বেশ। ক্যাম্প শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেলাগাম হতে শুরু করে ভিড়। এর পরই ক্যাম্প বন্ধ করার সিদ্ধান্ত নেন প্রশাসনের আধিকারিকরা।

ক্যাম্পের দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ভিড় এড়াতে বাড়িবাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাঁরা ফর্ম নিতে এসেছিলেন তাঁদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ফোন করে তাদের বাড়িতে কার্ড পৌঁছে দেবেন। 

বৃহস্পতিবার সকালে বারাসতের নিবেদিতা পল্লিতে একই রকম ঘটনা ঘটেছিল। স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য ভিড়ের চাপে নাজেহাল অবস্থা হয় প্রশাসনের কর্মীদের। পরে কার্ড বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ।

সরকারি কর্মসূচিতে মানুষের ভোগান্তি নিয়ে মুখ খুলেছে বিজেপি। দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চক্রবর্তী জানান, আগেও একাধিক প্রকল্পের নামে ভাঁওতা দিয়েছে রাজ্য সরকার। এবারও সাধারণ মানুষ কিছুই পাবে না। শুধু শুধু ভিড় বাড়িয়ে করোনা পরিস্থিতি জটিল করে তুলছে তৃণমূল সরকার।

 

বাংলার মুখ খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.