বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি, দুবরাজপুরের ঘটনার নেপথ্য কারণ কী?

‌ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি, দুবরাজপুরের ঘটনার নেপথ্য কারণ কী?

ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ।

খবর পেয়েই ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ বোমা রেখে গিয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, বাড়ির সিঁড়ির কাছে বোমাগুলি মজুত রাখা ছিল। কোনও কারণে সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, বাড়ির দেওয়াল, ছাদ ফেটে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

এগরা, বজবজের বিস্ফোরণের তদন্ত এখনও শেষ হয়নি। আর এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য–রাজনীতি। তার মধ্যেই বীরভূমের দুরবাজপুরে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। আর এই বিস্ফোরণে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি। বাড়িতে কি বোমা মজুত ছিল?‌ নাকি কেউ বোমা রেখে গিয়ে এই বিস্ফোরণ ঘটালো?‌ উঠছে প্রশ্ন। আজ, সোমবার দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, ওই কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন। সেখানে বীরভূমকে টার্গেট করেছে বিজেপি। তার উপর তৃণমূল কংগ্রেসের এই জেলার সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি। এমন আবহে বীরভূমের দুবরাজপুরে বোমা বিস্ফোরণ হওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ এগরা বা বজবজের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই বলা হচ্ছে। কিন্তু দুবরাজপুরের ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীর নাম জড়িয়ে যাচ্ছে। তার বাড়িতেই এই বিস্ফোরণ ঘটেছে। সুতরাং এখন বিরোধীরা তো সুযোগ নেবেই। যা ড্যামেজ কন্ট্রোল করা কঠিন।

অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের ঘোরাপারা গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সফিকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ বোমা রেখে গিয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, বাড়ির সিঁড়ির কাছে বোমাগুলি মজুত রাখা ছিল। কোনও কারণে সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির দেওয়াল, ছাদ ফেটে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, সোমবার দুপুর আড়াইটে নাগাদ বীরভূমের দুরবাজপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের শব্দে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার। শেখ সফিক পেশায় একজন কৃষক হলেও এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। সূত্রের খবর, ওই বাড়িতে পঞ্চাশটির বেশি বোমা মজুত ছিল। যা আজ ফেটে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.