একটানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। শুধুমাত্র বৃষ্টির জলে জলমগ্ন হয়েছে বহু জায়গা। জল ঢুকেছে বাড়িতে। আর সেই সঙ্গে ভেঙে পড়েছে বহু বাড়ি। সেরকমই দক্ষিণ ২৪ পরগণায় বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পৃথক জায়গায় বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশু সহ ৩ জনের। আহত হয়েছে ৪ জন। ঘটনাটি দুটি ঘটেছে জীবনতলা এবং জয়নগরে।
আরও পড়ুন: শ্মশানের পাঁচিল ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, চাপা পড়ে মৃত্যু হল শিশুসহ ৪ জনের, আহত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারী গ্রামে। বাড়িতে ঘুমিয়ে ছিল বছর দুয়েকের শিশু সামির মোল্লা ও উচ্চিবা মোল্লা (৬)। সেই সময় আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে দুজনে। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে তারা। তড়িঘড়ি মাটি সরিয়ে দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে, জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। খাওয়া-দাওয়া সেরে সকলেই মাটির বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। তবে কয়েকদিনের বৃষ্টিতে মাটির বাড়িটির অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছিল। এরপর রাতেই আচমকা পরিবারের সদস্যদের উপর ভেঙে পড়ে বাড়ি দেওয়াল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম শাহনারা জমাদার। তাঁর এক শিশু-সহ মোট চার জন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকেন নূর জামাল জমাদারের। গত রাতে তিনিও বাড়িতেই ছিলেন। ৯টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে বাড়ির সকলের সঙ্গে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তারপরেই এই বিপদ ঘটে। ঘটনায় নূরও সামান্য আহত হয়েছেন। তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের আরও তিন জনকে চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়দের অনুমান, কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মাটির বাড়ি দুর্বল হয়ে পড়েছিল । সেই কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুটি ঘটনাতেই শোকের ছায়া নেমেছে পরিবারে।