বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Death due to wall collapsed: টানা বৃষ্টিতে ঘুমের মধ্যেই ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত শিশুসহ ৩

Death due to wall collapsed: টানা বৃষ্টিতে ঘুমের মধ্যেই ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত শিশুসহ ৩

টানা বৃষ্টিতে ঘুমের মধ্যেই ভাঙল মাটির বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত শিশুসহ ৩

আজ সোমবার সকালে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে  জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারী গ্রামে। বাড়িতে ঘুমিয়ে ছিল বছর দুয়েকের শিশু সামির মোল্লা ও উচ্চিবা মোল্লা (৬)। সেই সময় আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পরে দুজনে। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে তারা।

একটানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। শুধুমাত্র বৃষ্টির জলে জলমগ্ন হয়েছে বহু জায়গা। জল ঢুকেছে বাড়িতে। আর সেই সঙ্গে ভেঙে পড়েছে বহু বাড়ি। সেরকমই দক্ষিণ ২৪ পরগণায় বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পৃথক জায়গায় বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশু সহ ৩ জনের। আহত হয়েছে ৪ জন। ঘটনাটি দুটি ঘটেছে জীবনতলা এবং জয়নগরে। 

আরও পড়ুন: শ্মশানের পাঁচিল ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, চাপা পড়ে মৃত্যু হল শিশুসহ ৪ জনের, আহত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে  জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারী গ্রামে। বাড়িতে ঘুমিয়ে ছিল বছর দুয়েকের শিশু সামির মোল্লা ও উচ্চিবা মোল্লা (৬)। সেই সময় আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে দুজনে। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে তারা। তড়িঘড়ি মাটি সরিয়ে দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

অন্যদিকে, জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। খাওয়া-দাওয়া সেরে সকলেই মাটির বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। তবে কয়েকদিনের বৃষ্টিতে মাটির বাড়িটির অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছিল। এরপর রাতেই আচমকা পরিবারের সদস্যদের উপর ভেঙে পড়ে বাড়ি দেওয়াল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম শাহনারা জমাদার। তাঁর এক শিশু-সহ মোট চার জন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকেন  নূর জামাল জমাদারের। গত রাতে তিনিও বাড়িতেই ছিলেন। ৯টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে বাড়ির সকলের সঙ্গে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তারপরেই এই বিপদ ঘটে। ঘটনায় নূরও সামান্য আহত হয়েছেন। তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের আরও তিন জনকে চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়দের অনুমান, কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মাটির বাড়ি দুর্বল হয়ে পড়েছিল । সেই কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুটি ঘটনাতেই শোকের ছায়া নেমেছে পরিবারে। 

বাংলার মুখ খবর

Latest News

'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.