বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NH 10 Restricted: পাহাড়ে ভয়াবহ ধস, বন্ধ করা হল ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে ৩টি বিকল্প রুট জেনে নিন

NH 10 Restricted: পাহাড়ে ভয়াবহ ধস, বন্ধ করা হল ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে ৩টি বিকল্প রুট জেনে নিন

উত্তরবঙ্গ এবং সিকিমের 'লাইফলাইন' ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। প্রতীকী ছবি (ছবি সৌজন্যে পিটিআই)

কালিম্পং জেলা প্রশাসনের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে, মেল্লি বাজার, রবিঝোরা, লিখুবীর, ২৭ মাইল, সেলফিদারা( ১৯ মাইল)সহ ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে এই রাস্তা মেরামতি করা প্রয়োজন।

টানা বৃষ্টি  ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে এই রাস্তা। তার জেরে এবার সেই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিল প্রশাসন। সমস্ত গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফলাইন বলে পরিচিত এই ১০ নম্বর জাতীয় সড়ক। কিন্তু টানা বৃষ্টি, তিস্তা নদীতে জল বৃদ্ধি ও বার বার ধসের জেরে এই ১০ নম্বর জাতীয় সড়ক বার বার ক্ষতির মুখে পড়ছে। তার জেরেই এবার সেই রাস্তা আপাতত পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কালিম্পং  জেলা প্রশাসনের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে, মেল্লি বাজার, রবিঝোরা, লিখুবীর, ২৭ মাইল, সেলফিদারা( ১৯ মাইল)সহ ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে এই রাস্তা মেরামতি করা প্রয়োজন। এর জেরে জেলাশাসক শ্রী বালাসুহ্মামণিয়ম টি একটি নির্দেশ জারি করেছেন। সেখানে বলা হয়েছে, ৩রা জুলাই থেকে এই ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমস্ত গাড়িকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এই রুটে সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে নির্দেশ জারি করা হয়েছে। চিত্রে থেকে শ্বেতী ঝোরা পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল এই ১০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করা হল। 

এক্ষেত্রে বিকল্প রুট কোনগুলি সেটা জেনে নিন…

১) ছোট গাড়িগুলি কেবলমাত্র রংপো থেকে মনসুং, ১৭ মাইল,আলগারা, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি আসতে পারবে। 

২) কেবলমাত্র ছোট গাড়িগুলি কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে চাইলে রেল্লি, সামথার, পানবু হয়ে শিলিগুড়ি আসতে পারে। 

৩) বড় গাড়ি, বাস, ছোট গাড়িগুলি রেষি, পেডং, আলগারা, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি নামতে পারে। 

যে সমস্ত জায়গায় গাড়ি চলাচলে কিছুটা রাশ টানা হয়েছে সেই জায়গাগুলি জেনে নিন। 

রংপো চেকপোস্ট, মেল্লি বাজার, চিত্রে, ২৯ মাইল সহ কিছু জায়গায় রুট ঘুরিয়ে দেওয়ার জন্য কিছুটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। 

প্রয়োজনের ভিত্তিতে পুলিশ আরও কিছু জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে। বৃষ্টি, ধসের উপর গোটা বিষয়টি নির্ভর করছে। 

সেক্ষেত্রে যারা এই সময় কালিম্পং বা সিকিম যেতে চাইছেন তাঁরা বিকল্প রুটে যেতে পারেন। তবে ঝুঁকির যাতায়াত এড়িয়ে যাওয়াটাই মঙ্গল। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.