বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kurmi Movement: কুড়মি আন্দোলনে বিঘ্নিত রেল পরিষেবা, জাতীয় সড়ক–সহ রেলপথ অবরোধ

Kurmi Movement: কুড়মি আন্দোলনে বিঘ্নিত রেল পরিষেবা, জাতীয় সড়ক–সহ রেলপথ অবরোধ

রেলপথ অবরোধ চলছে।

আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা–সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবি তোলা হয়েছে। ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি।

কেটে গিয়েছে ৫০ ঘণ্টা। কিন্তু কুড়মি আন্দোলনের ঝাঁঝ এতটুকু কমেনি। আজ, শুক্রবার কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে বলে আন্দোলন চলছে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে বলে সোচ্চার হয়েছেন তাঁরা। আজ রেল অবরোধ থেকে শুরু করে পথ অবরোধ শুরু হয়েছে। তার জেরে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে এবং নানা দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন। পশ্চিম মেদিনীপুর–পুরুলিয়া–বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য় শুরু হয়েছে রেল–সড়ক অবরোধ। খড়গপুর লোকাল থানার অন্তর্গত খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক-সহ রেলপথ অবরোধ চলছে।

এদিকে আজ, শুক্রবার আন্দোলনের তৃতীয় দিন। নিজেদের দাবি নিয়ে অনড় কুড়মি সম্প্রদায়। আজও পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। তার জেরে চরম সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্রা পুরুলিয়া শাখার ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী রবিবার থেকে পুরুলিয়া–রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া–রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে। বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সম্পাদক তুহিন মাহাতো।

অন্যদিকে আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা–সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবি তোলা হয়েছে। আর তাই নিয়ে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া–সহ বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন কর্মসূচির নেওয়া হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই আন্দোলনের জেরে আজ, শুক্রবার একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। হাওড়া–মুম্বই দুরন্ত এক্সপ্রেস বাতিল হয়েছে। লোকমান্য তিলক টার্মিনাস–রাঁচি এক্সপ্রেস বাতিল করতে হয়েছে। চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস বাতিল হয়েছে। এমনকী সেকেন্দ্রাবাদ–পাটনা স্পেশাল বাতিল করা হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‌আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন