বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC Meeting: বাজ পড়ে তৃণমূল কর্মীর মৃত্যু বাঁকুড়ায়, অভিষেকের নির্দেশে ঘটনাস্থলে দেবাংশুরা

TMC Meeting: বাজ পড়ে তৃণমূল কর্মীর মৃত্যু বাঁকুড়ায়, অভিষেকের নির্দেশে ঘটনাস্থলে দেবাংশুরা

বাজ পড়ে মৃত্যু হল একজনের।

তবে সভা শেষ করে আর বাড়ি ফেরা হল না তাঁর। আহতদের ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাঁকুড়ার পাশাপাশি আজ নদিয়ায় বাজ পড়ে মারা যান একজন। সুজয় ঘোষ নামে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। 

তৃণমূলের সভায় বাজ পড়ে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন ৫০ জনের বেশি। আজ, রবিবার বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু কর্মী। সভা শুরুর আগেই ঝাঁপিয়ে শুরু হয় বৃষ্টি। আর তার জেরে সভাস্থল ছেড়ে যে যার মতো করে আশ্রয় নেন। বেশকিছু মানুষ আশ্রয় নেন গাছের তলায়। সভাস্থলের কাছেই একটি বড় বটগাছে বাজ পড়ার ঘটনা ঘটে। আর তাতেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন। দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে এসে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর।

ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার ইন্দাসের আশিনপুরে তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেখানেই গিয়েছিলেন সামেদ মল্লিক–সহ আরও দলীয় নেতা–কর্মীরা। বৃষ্টির জন্য গাছের তলায় আশ্রয় নিলে সেই গাছে বাজ পড়ে। আর তখনই মৃত্যু হয় ইন্দাস থানার বাতানিয়া গ্রামের সামেদ মল্লিকের (‌৪২)‌। এই ঘটনার খবর পেয়ে উত্তর দিনাজপুর থেকে উদ্বেগপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেবাংশু ভট্টাচার্য–সহ স্থানীয় নেতাদের ঘটনাস্থলে পৌঁছে মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। আহত ও নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর কী জানা যাচ্ছে?‌ মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম সামেদ মল্লিক (‌৪২)‌। তাঁর বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। দেবাংশুর সভায় যোগ দিতে এসেছিলেন। তবে সভা শেষ করে আর বাড়ি ফেরা হল না তাঁর। আহতদের ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাঁকুড়ার পাশাপাশি আজ নদিয়ায় বাজ পড়ে মারা যান একজন। সুজয় ঘোষ নামে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। তখন বাজ পড়লে মারা যান তিনি।

তারপর ঠিক কী ঘটল?‌ গত ২৮ এপ্রিল শাশপুরে সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। তাই আজ ওই একই জায়গাতেই পাল্টা সভা করার কথা ছিল দেবাংশু ভট্টাচার্যের। তাই সেখানে নির্দিষ্ট সময়েই তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা হাজির হয়েছিলেন। তবে সভা শুরুর আগেই মুষলধারে বৃষ্টি নামে। আর তখনই বাজ পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে সভা বাতিল করা হয়েছে।

বন্ধ করুন