বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durga Puja 2022: দুর্গাপুজোয় কবে নিরঞ্জন হবে? জেলা ও কলকাতায় কার্নিভাল কবে হচ্ছে? ঘোষণা মমতার

Durga Puja 2022: দুর্গাপুজোয় কবে নিরঞ্জন হবে? জেলা ও কলকাতায় কার্নিভাল কবে হচ্ছে? ঘোষণা মমতার

কলকাতায় দুর্গাপুজোর নিরঞ্জন হবে ৮ অক্টোবর পর্যন্ত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Durga Puja 2022 Immersion and Carnival Dates: দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এবার বৃহদাকারে কার্নিভাল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ১ সেপ্টেম্বর মিছিল হবে। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়।

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় দুর্গাপুজোয় কার্নিভাল হবে। আগামী ৮ অক্টোবর জেলাগুলিতে হবে কার্নিভাল। পরদিন কলকাতায় কার্নিভাল হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দুর্গাপুজোর নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করেছেন।

দুর্গাপুজো নিয়ে সোমবার নেতাজি ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী। ১ অক্টোবর হচ্ছে মহাষষ্ঠী। ২ অক্টোবর হচ্ছে মহাসপ্তমী। ৩ অক্টোবর হচ্ছে মহাষ্টমী। ৪ অক্টোবর হচ্ছে মহানবমী। ৫ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে।’

আরও পড়ুন: UNESCO: পুজোর মিছিল ১ সেপ্টেম্বর, কালো ছাতা আনবেন না, অফিস- স্কুলে আগাম ছুটি

কবে কার্নিভাল হবে?

দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এবার বৃহদাকারে কার্নিভাল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ১ সেপ্টেম্বর মিছিল হবে। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে। একদিন আগেই জেলাগুলিতে কার্নিভাল আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা কী কী বললেন আর?

১) এবার অতিরিক্ত ১০,০০০ টাকা অনুদান পাবে ক্লাবগুলি। অর্থাৎ ৫০,০০০ টাকার পরিবর্তে ৬০,০০০ টাকা পাবে।

২) বিদ্যুতের বিলের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে ৬০ শতাংশ ছাড়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা আগে ছিল ৫০ শতাংশ।

আরও পড়ুন: Durga Puja: দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দিলেন মমতা, ক্লাব পাবে অতিরিক্ত টাকা, ৬০,০০০ টাকা অনুদান ও বিদ্যুতের বিলে ছাড় মিলবে

বেলুড় মঠে দুর্গাপুজোর সময়

১) সপ্তমী (১৫ আশ্বিন, ২ অক্টোবর, রবিবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে পুজো শুরু হবে।

২) মহাষ্টমী (১৬ আশ্বিন, ৩ অক্টোবর, সোমবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে অষ্টমীর পুজো শুরু হবে। কুমারী পুজো শুরু হবে সকাল ৯ টা থেকে। বিকেল ৪ টে ১৪ মিনিট থেকে বিকেল ৫ টা ২ মিনিট পর্যন্ত সন্ধিপুজো চলবে।

৩) মহানবমী (১৭ আশ্বিন, ৪ অক্টোবর, মঙ্গলবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে শুরু হবে পুজো।

৪) বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, দেবীর ভোগারতির পর হোম হবে। পুষ্পাঞ্জলি দেবীর ভোগারতির পর হবে।

বন্ধ করুন