নবমীর রাতে দুর্গাপুজোর মণ্ডপে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির শ্যাওড়াফুলিতে। গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে একটি আবাসনে। আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের কীর্তি। তাতে দেখা যাচ্ছে, চুরি করার আগে প্রতিমাকে প্রণাম করছেন চোরবাবাজি।
শ্যাওড়াফুলির ৪ নম্বর রেল গেটের কাছে দিশারি আবাসনের পুজোর উপাচারের যাবতীয় সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, মঙ্গলবার রাতে তখন মণ্ডপে কেউ ছিলেন না। মণ্ডপে রাখা ছিল পুজোর থালা বাসন, গামছা, শাড়ি ও অন্যান্য সামগ্রী। দশমীর সকালে বাসিন্দারা মণ্ডপে গিয়ে দেখেন সে সব গায়েব হয়ে গিয়েছে। এর পর খবর দেওয়া হয় পুলিশ। আধিকারিকরা পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখা শুরু করেন। তাতেই খোঁজ মেলে চোরের।
দেখা যায়, গভীর রাতে পিঠে ব্যাগ নিয়ে মণ্ডপে ঢুকছে এক যুবক। এর পর বিগ্রহকে প্রণাম করে একে একে সামগ্রী ব্যাগে ভরা শুরু করে সে। পিঠ ব্যাগ ও হাতে থাকা একটা বিশাল ব্যাগে যাবতীয় জিনিসপত্র ভরে নিঃশব্দে এলাকা ছাড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে চোরকে সনাক্ত করার চেষ্টা চলছে। চোর এই আবাসন সম্পর্কে পূর্বপরিচিত বলে অনুমান।