প্রতি বছর বেলুড় মঠে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। জন্মাষ্টমীর পূর্ণতিথিতে প্রথা মেনেই বেলুড় মঠে দুর্গাপ্রতিমার কাঠামো পুজো হল। আজ সকালে মন্দিরে মঙ্গলারতির পর কাঠামো পুজো হয়। এরপরেই শুরু হয়ে যায় মণ্ডপ তৈরির কাজ। ফলে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল।
আজ দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই পুণ্যতিথির স্মরণে প্রতি বছর এই দিনটিতে জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। বৃন্দাবন, মথুরা-সহ উত্তর ভারতে ব্যাপক উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মধ্যরাতে বিশেষ পুজো হয়। সেইমতো কলকাতাতেও জন্মাষ্টমী পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই বিশেষ দিনটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত মথুরার পুণ্যভূমিতে ভিড় করেন। অনেক জায়গাতেই এই তিথিতেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয় খুঁটিপুজো এবং কাঠামো পুজোর মধ্য দিয়ে।
প্রতি বছরের মতো নিয়ম মেনে এ বছর দুর্গাপ্রতিমার কাঠামো পুজো হয়েছে বেলুড় মঠে। সেখানে গতকাল সন্ধ্যায় জন্মাষ্টমীর পুজো হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি বছর দুর্গাপ্রতিমার বিসর্জনের পর তার কাঠামো তুলে এনে রাখা হয় এবং পুজো হয়। বেলুড় মঠ ছাড়াও উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং শহরের বিভিন্ন জায়গায় জন্মাষ্টমীতে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হয় খুঁটিপুজোর মাধ্যমে। তারপরে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। শারদ উৎসবের নান্দীমুখের জন্য বহু পুজো উদ্যোক্তা জন্মাষ্টমীর পুণ্যলগ্নকে বেছে নেন।