বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durga Puja Tour: ফাটাফাটি প্যাকেজ ট্যুর ঘোষণা করল NBSTC,অফবিটও আছে, কোথায় কত খরচ

Durga Puja Tour: ফাটাফাটি প্যাকেজ ট্যুর ঘোষণা করল NBSTC,অফবিটও আছে, কোথায় কত খরচ

পুজোয়া যাবেন দার্জিলিং? সৌজন্যে দার্জিলিং ট্যুরিজম

মোটামুটি গ্রুপ ট্যুরের উপর জোর দিচ্ছে সরকারি এই সংস্থা। মোটামুটি ১৮ আসনের বাস সহ নানা ছোট গাড়িরও ব্যবস্থা রয়েছে।

পুজোর ট্যুর প্যাকেজ ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে প্যাকেজ ট্যুরে মোটামুটি কত খরচ সেই হিসেবও দিয়েছে এনবিএসটিসি। মূলত কোচবিহার ডিপো থেকে ২০২২ এর শারদ ভ্রমণসূচি ঘোষণা করা হয়েছে।

সেখানে বেড়াতে যাওয়ার প্যাকেজে কোথায় কত খরচ সেব্যাপারে ঘোষণা করা হয়েছে।

১) কোচবিহার-ঝালং-বিন্দু,১ দিনের জনপ্রতি খরচ ১১৫০ টাকা।

২) কোচবিহার-ঝালং- রকি আইল্যান্ড- গরুবাথান-লাভা-রিকিসুম-ডেলো-কালিম্পং ২ রাত তিন দিন মাথাপিছু খরচ ৪৯৫০ টাকা। রাত্রিবাস হবে গরুমারা ও রিকিসুম।

৩)কোচবিহার- গরুবাথানা-লাভা- রিশপ- রিকিসুম-ডেলো-কালিম্পং-সেভক।

২ রাত তিন দিন। মাথাপিছু খরচ ৭২০০টাকা। রাত্রিযাপন রিশব ও রিকিসুম।

৪)কোচবিহার- গরুবাথান- লাভা- মুনসাং-আরিসার-ঝুলুক- কুপুক। তিন রাত ৪দিন। জনপ্রতি প্যাকেজ খরচ ৯৭০০ টাকা। রাত্রিযাপন ১ রাত মুনসাং ও ২রাত আরিটার

৫) কোচবিহার-গরুবাথানা-লাভা-মুনসাং-রাভাংলা-পেলিং। ৪ রাত ৫দিনের প্যাকেজ। জনপ্রতি খরচ ১১ হাজার ৯৫০ টাকা।

৬) কোচবিহার-মিরিক-দার্জিলিং-রোহিনী। ৪ রাত ৫দিনের প্যাকেজ। খরচ ১১,৫০০ টাকা জনপ্রতি।

৭) কোচবিহার-রোহিনী দার্জিলিং। একেবারে ছিমছাম প্যাকেজ। তিন রাত ৪দিনের প্যাকেজ। জনপ্রতি খরচ ৯৭০০ টাকা।

 

৮) কোচবিহার-সেভক-রম্ভি- মংপো- অহলদারা-তাকদা- লামাহাটা- লেপচাজগত। কার্যত একেবারে ফাটাফাটি অফবিট প্যাকেজ। জনপ্রতি খরচ ৯৫০০ টাকা। রাত্রিযাপন ২ রাত মংপো ও ১ রাত লেপচাজগতে।

তবে মোটামুটি গ্রুপ ট্যুরের উপর জোর দিচ্ছে সরকারি এই সংস্থা। মোটামুটি ১৮ আসনের বাস সহ নানা ছোট গাড়িরও ব্যবস্থা রয়েছে।

আসলে পুজোর মরসুমে অনেকেই ভাবছেন উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার কথা। কিন্তু বেসরকারি ট্যুর অপারেটরদের প্যাকেজ ট্যুরে যাবেন নাকি সরকারি কোনও সংস্থার মাধ্যমে এবার বেড়ানোর পরিকল্পনা নেবেন এনিয়ে সংশয়টা থেকেই গিয়েছে। সেক্ষেত্রে এনবিএসটিসির সঙ্গে যোগাযোগ করে বেড়ানোর খুঁটিনাটি জেনে নিতেই পারেন। প্রয়োজনে এনবিএসটিসির কোচবিহার ডিপোতে এব্যাপারে যোগাযোগ করতে পারেন।

বন্ধ করুন