বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! চুরি মমতার প্রকল্পও; BJP-কে পরপর তোপ তৃণমূলের

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! চুরি মমতার প্রকল্পও; BJP-কে পরপর তোপ তৃণমূলের

ছবি সৌজন্যে টুইটার

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপনে 'মা উড়ালপুল' থাকা নিয়ে জোর বিতর্ক হয়েছিল।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপনে 'মা উড়ালপুল' থাকা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। আর এার দুর্গাপুর বিমানবন্দরকে উত্তরাখণ্ডে আছে বলে ভুল টুইট করে বিতর্কে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের সেই টুইটটির স্ক্রিনশট নিয়ে টুই করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। টুইটে দেখা যাচ্ছে '#KnowYourUdanAirports'-এর একটি ছবিতে দুর্গাপুর বিমানবন্দরের ছবি দেওয়া। পাশে লেখা 'উত্তরাখণ্ড'। সেখানে আবার কাছাকাছি দর্শনীয় স্থানেরও উল্লেখ রয়েছে যেগুলি পশ্চিমবঙ্গেই।

এই টুইটের ছবি পোস্ট করে তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়, 'আগে মা ফ্লাইওভার, এখন কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর! আমাদের পরিকাঠামো এবং উন্নয়নকে নিজেরর বলে তুলে ধরার কোন মানে নেই বিজেপি। আমরা আপনাকে প্রকৃত উন্নয়নের পাঠ দিতে পারলে বেশি খুশি হব!'

এদিকে গোয়ায় নয়া এক প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। তৃণমূলের দাবি, প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীন সেই প্রকল্প আদতে তৃণমূলের 'দুয়ারে সরকার' প্রকল্পের 'নকল'। প্রসঙ্গত, আজ 'সরকার তুমচায়া দারি' নামক প্রকল্প লঞ্চ করেন গোয়ার মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পকেই কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল বিজেপি এবং প্রমোদ সাওয়ান্তকে কটাক্ষ করে টুইট করে, 'গোয়ায় মমতার দুয়ারে সরকার উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই! এটা এত ভালো উদ্যোগ যে বিজেপির লোকেরাও এটা নকল না করে থাকতে পারল না! গোয়ার জনগণকে আমরা জিজ্ঞাসা করতে চাই - আপনি যখন আসলটি বেছে নিতে পারেন তখন পাইরেটেড সংস্করণ কেন বেছে নেবেন?'

বন্ধ করুন