রাজ্যের আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার আরও জল ছাড়ার ঘোষণা করল DVC. জানা গিয়েছে, রবিবার বিভিন্ন বাঁধ থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়তে চলেছে তারা। ডিভিসির এই ঘোষণার পর রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই দেখার।
আরও পড়ুন - বালুর ২০ কোটি টাকা রয়েছে মুকুলের কাছে, হিসাব করে বার করল ED
পড়তে থাকুন - ভুয়ো রেশন কার্ড বানিয়ে তছরূপ, TMCর ব্লক সভাপতির বাবাকে ২ কোটি টাকা ফাইন রাজ্যের
ডিভিসির তরফে জানানো হয়েছে, রবিবার পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হবে। এছাড়া মাইথন থেকে জলবিদ্যুৎ তৈরির জন্য ৬ হাজার কিউসেক জল ছাড়তে হবে। সব মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল রবিবার ছাড়বে ডিভিসি। ওদিকে দুর্গাপুর জলাধার থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ৯৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্চেত জল ছাড়লে দুর্গাপুর জলাধার থেকেও বিপুল হারে জল ছাড়তে হবে। সেক্ষেত্রে দামোদরের নিম্ন অববাহিকার প্লাবন আরও ভয়াবহ আকার নিতে পারে।
আরও পড়ুন - সরকারি জমির জবরদখল তুলতে গিয়ে মমতার মন্ত্রীর খুনের হুমকির মুখে মহিলা বন আধিকারিক
শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে জল চাড়ছে ডিভিসি। এর ফলে রাজ্যের একাধিক জেলার মানুষকে বিপদের মুখে পড়তে হতে পারে। তবে এই নিয়ে আশঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। তৃণমূলের তরফে ফের ‘ম্যান মেইড’ বন্যার তত্ত্ব খাড়া করা হয়েছে। দলের এক মুখপাত্র জানিয়েছেন, ডিভিসি জল ছেড়ে ম্যান মেইড বন্যা তৈরির চেষ্টা করছে। তবে রবিবার সকাল পর্যন্ত নিম্ন দামোদর উপত্যকায় জল ঢোকার কোনও খবর পাওয়া যায়নি। ভরা কোটালের মধ্যে বন্যার আশঙ্কায় প্রমাদ গুনছেন খানাকুল, উদয়নারায়ণপুরের বাসিন্দারা।