বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > DYFI কর্মীর রহস্য মৃত্যু, নয়ানজুলিতে পড়ে দেহ, পাশে ‘ইঞ্জেকশন ও তিনটি জুতো’

DYFI কর্মীর রহস্য মৃত্যু, নয়ানজুলিতে পড়ে দেহ, পাশে ‘ইঞ্জেকশন ও তিনটি জুতো’

ডিওয়াইএফআই কর্মীর মৃতদেহ মিলল নয়ানজুলি থেকে 

ঘটনায় অভিযোগের আঙুগ উঠেছে তৃণমূলের দিকে।

বিষ্ণুপুরে ভাসমান অবস্থায় এক ডিওয়াইএফআই কর্মীর মৃতদেহ উদ্ধার হল নয়ানজুলি থেকে। মৃতের নাম বিদ্যুৎ মণ্ডল। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকায়। বাম কর্মীর মৃতদেহ উদ্ধার হতেই সিপিএম অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের হাতে ‘খুন’ হয়েছেন তিনি। যদিও ঘটনার সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। এদিকে ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বও পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের দাবি তুলেছে।

অভিযোগ উঠেছে, মৃত বিদ্যুতের শরীরে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। তাঁর দেহের পাশেই তিনটি জুতো মিলেছে। তাছাড়া একটি ইঞ্জেকশনও পড়ে থাকতে দেখা গিয়েছে। এই সব কারণেই সিপিএম নেতৃত্ব ও মৃতের পরিবার অভিযোগ করেছে যে রাতে বিদ্যুৎকে কেউ খুন করে নয়ানজুলিতে ফেলে দিয়ে গিয়েছে। এর প্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বামেদের সঙ্গে বিজেপিও এই ঘটনায় সুর চড়িয়েছে। ঘটনায় তৃণমূলের যোগ থাকার ইঙ্গিত করে পুলিশকে নিরপেক্ষ ভাবে তদন্ত করার আর্জি জানিয়েছে গেরুয়া শিবির।

ঘটনায় বিদ্যুৎ মণ্ডলের ভাই সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার দাদাকে খুন করা হয়েছে। যেখান থেকে ওঁর দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গায়তেই একটি ইঞ্জেকশন মিলেছে। তাছাড়া ওঁর শরীরের অনেক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ যদি আরও ভালো করে তদন্ত করত তাহলে হয়ত আরও অনেক কিছুই পাওয়া যেত ওই এলাকা থেকে।’

বন্ধ করুন