বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি, কাঁপল নেপাল, ভুটান, বাংলাদেশও

সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি, কাঁপল নেপাল, ভুটান, বাংলাদেশও

উত্তরবঙ্গে ভূমিকম্প।

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও হালকা কম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের একাধিক এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল পশ্চিম সিকিমের সেরঙ্গে। 

সাতসকালে ঘুম ভাঙল উত্তরবঙ্গের মানুষের তীব্র ভূমিকম্পে। কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তবে এই তীব্র ভূমিকম্পের উৎসস্থল সিকিমের নামচি এলাকা। তবে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৪ মাত্রা। ভূমিকম্প ধরা পড়ার পর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে বলে জানা যাচ্ছে। গোটা সিকিম জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। যা ভাবিয়ে তুলেছে অনেককে। আজ, শুক্রবার সকাল ৬টা ২৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে খবর।

এদিকে সিকিমে এই ভূমিকম্প উৎপত্তি হলেও প্রভাব পড়েছে উত্তরবঙ্গ–সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। কেঁপে উঠেছে নেপালের মাটিও। ভুটানের পাশাপাশি উত্তর বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আজ সকালে ভূমিকম্প হয় সিকিমে। সিকিমের সেরঙ্গে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪ রিখটার স্কেল অনুযায়ী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জায়গাটি দার্জিলিং থেকে ২২ কিলোমিটার উত্তরে সিকিমের রাভাংলার কাছে। রাভাংলা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। গ্যাংটক থেকে ৩০ কিমির পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান ছিল।

আরও পড়ুন:‌ আগামী মাসেই কি ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন?‌ দুর্গাপুজোর আগেই ভোট শেষে তৎপরতা

অন্যদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই ভূমিকম্পের কথা প্রকাশ করেছে। সেই খবরের ভিত্তিতে, ভূমিকম্পটি মৃদু ছিল। তাই বড় কোনও ক্ষতি হয়নি। তবে ভোরে অনেকেরই ঘুম ভাঙে কম্পনের অনুভূতিতে। আবার উত্তরবঙ্গের অনেক মানুষ ভূমিকম্প টেরও পাননি। যেহেতু কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় কম্পন হয়েছে তাই অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র।

এছাড়া দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও হালকা কম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের একাধিক এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল পশ্চিম সিকিমের সেরঙ্গে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৪ এবং গভীরতা ১০ কিলোমিটার। এই ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় পাহাড়ি রাজ্যের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, ভুটান এবং বাংলাদেশের একাংশে।

বাংলার মুখ খবর

Latest News

বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! তবে সব পরিষেবা দেবেন না, দিলেন সরকারকে ‘ওয়ার্নিং’ হাসপাতালে স্পেশাল 'বাটন', রাতে পুলিশ, কমবে বেড যন্ত্রণা, কোন ১০ নির্দেশ জারি হল? ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.