জুলাইয়ের গোড়াতেই একাধিক এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল। সেই তালিকায় আছে হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ-নবদ্বীপধাম এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন। রেল সূত্রে এমনই খবর মিলেছে।
সূত্রের খবর, আগামী ৫ জুলাই থেকে হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস চালু হবে। সেদিন থেকে শুরু হতে পারে মালদহ-নবদ্বীপধাম এক্সপ্রেস। পরদিন থেকে নবদ্বীপধাম-মালদহ এক্সপ্রেস এবং আজিমগঞ্জ-হাওড়া দৌড়ানো শুরু করতে পারে। ৮ জুলাই থেকে হাওড়া-রামপুরহাট, হাওড়া-সিউড়ি-হাওড়া এক্সপ্রেস চালু করবে পূর্ব রেল। তারইমধ্যে ৭ জুলাই থেকে সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার লালগোলা-কলকাতা এক্সপ্রেসের যাত্রা শুরু করবে। ১১ জুলাই থেকে দিঘা-আসানসোল-দিঘা এক্সপ্রেস চালু করা হবে। আগে যে পথ, সূচি অনুযায়ী ট্রেনগুলি চলত, তা অপরিবর্তিত থাকছে বলে পূর্ব রেল সূত্রে খবর।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ অনেকটা কমে যাওয়ায় রাজ্যে একাধিক ট্রেন চালু করেছে পূর্ব রেল। তবে এখনও লোকাল ট্রেন চালু করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে ধাপে ধাপে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে পূর্ব রেল। গত সোমবার এবং মঙ্গলবার থেকে ১৪ টি ইন্টারসিটি এক্সপ্রেসের চলাচল অব্যাহত রাখা হয়েছে। দেখে নিন সেই তালিকা -
১) ০২৩৪১/০২৩৪২ হাওড়া-আসানসোল-হাওড়া ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
২) ০২৩৩৭/০২৩৩৮ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন-হাওড়া ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৩) ০৩০১১/০৩০১২ হাওড়া-মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৪) ০২৩৩৯ হাওড়া-ধানবাদ ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৫) ০৩৪৬৫/০৩৪৬৬ হাওড়া-মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৬) ০৩১৮৭/০৩৮৮ শিয়ালদহ-রামপুরহাট-শিয়ালদহ ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৭) ০২৩৪০ ধানবাদ-হাওড়া ইন্টারসিটি স্পেশাল (প্রতিদিন চলবে)।
৮) ০৩৫১১/০৩৫১২ টাটানগর-আসানসোল-টাটানগর ইন্টারসিটি স্পেশাল (মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার চলবে)।