বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Additional train Stoppages for Madhyamik 2023: মাধ্যমিকের দিনগুলিতে একাধিক অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে একগুচ্ছ ট্রেন
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেবে পূর্ব রেল। সোমবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ৩ মার্চ এবং ৪ মার্চ সকাল ১০ টা থেকে সকাল ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত কয়েকটি ট্রেন কয়েকটি স্টেশনে দাঁড়াবে।
কোন কোন স্টেশনে কোন কোন ট্রেন দাঁড়াবে?
- ৩১৮২১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি: সকাল ১০ টা ৬ মিনিটে পলতায়, সকাল ১০ টা ১৭ মিনিটে জগদ্দলে এবং ১০ টা ২০ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
- ০৩১১৫ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার: সকাল ১০ টা ৫৯ মিনিটে পলতায়, সকাল ১১ টা ৮ মিনিটে জগদ্দলে এবং ১১ টা ১১ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
- ৩১৫১৯ শিয়ালদা-শান্তিপুর: সকাল ১১ টা ১৯ মিনিটে জগদ্দলে দাঁড়াবে।
- ৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদা: সকাল ১০ টা ৩৯ মিনিটে কাঁকিনাড়ায়, সকাল ১০ টা ৪২ মিনিটে জগদ্দলে এবং ১০ টা ৫১ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা: সকাল ১১ টা ১০ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৮৪ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার: সকাল ১১ টা ৮ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
- ৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদা: সকাল ১১ টা ৩৫ মিনিটে বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে।
- ৩৩৮৩৩ শিয়ালদা-বনগাঁ: দুপুর ৩ টে ৩৩ মিনিটে বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে।
- ০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার: দুপুর ৩ টে ২৭ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
- ৩১৬২৩ শিয়ালদা-রানাঘাট: দুপুর ৩ টে ৪৭ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৯৬ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার: দুপুর ৩ টে ৯ মিনিটে কাঁকিনাড়ায়, দুপুর ৩ টে ১২ মিনিটে জগদ্দলে এবং দুপুর ৩ টা ২০ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা: দুপুর ৩ টে ২৭ মিনিটে কাঁকিনাড়ায়, দুপুর ৩ টে ২৯ মিনিটে জগদ্দলে এবং দুপুর ৩ টা ৩৮ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদা: দুপুর ৩ টে ৪২ মিনিট জগদ্দলে দাঁড়াবে।
আরও পড়ুন: Madhyamik Exam 2023: এবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনেই ফল পাবেন না এই প্রার্থীরা, জানাল পর্ষদ
মাধ্যমিক পরীক্ষার সূচি
- ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র।
- ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।
- ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।
- ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।
- ১ মার্চ (বুধবার): ইতিহাস।
- ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।
- ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
- ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
- ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
- ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
বাংলার মুখ খবর