বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোট-পরবর্তী হিংসা ও বিজয় উৎসব রুখতে হবে, নবান্নকে চিঠি নির্বাচন কমিশনের

ভোট-পরবর্তী হিংসা ও বিজয় উৎসব রুখতে হবে, নবান্নকে চিঠি নির্বাচন কমিশনের

মুখে নেই মাস্ক, উধাও করোনা বিধি - মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উচ্ছ্বাস তৃণমূল সমর্থকদের (ছবি সৌজন্য পিটিআই)

কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। অধিকাংশ ক্ষেত্রেই ন্যূনতম করোনাভাইরাস বিধি চোখে পড়েনি।

তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষণার হিংসা রুখতে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন। সেইসঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গণনার সময় বা পরে কোনওরকম বিজয় উৎসব যাতে না করা হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার ভোটগণনার শুরু থেকেই ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে লিড বাড়াচ্ছে তৃণমূল। ভবানীপুরে তো বিধানসভা নির্বাচনের থেকেও বড় ব্যবধানে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত সময় যাচ্ছে, লিড তত বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার ফলে কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। অধিকাংশ ক্ষেত্রেই ন্যূনতম করোনাভাইরাস বিধি চোখে পড়েনি। অধিকাংশের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব বিধি তো নৈব নৈব চ। জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও সেই প্রবণতা ধরা পড়েছে।

সেই পরিস্থিতিতে যাতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে কমিশন। সেইসঙ্গে তিন কেন্দ্রের ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য সবরকমের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে ভোট-পরবর্তী হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশকে ভোট-পরবর্তী হিংসা রোখার নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন। পাশাপাশি পুলিশকেও চিঠির প্রতিলিপি পাঠিয়ে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। চিঠিতে টিবরেওয়াল লেখেন, 'এই উপনির্বাচনের একজন প্রার্থী হিসেবে সরকারের সব আইন শাসন সংক্রান্ত বিভাগকে যতদূর সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে আপনাকে বিনম্র অনুরোধ জানাচ্ছি। যাতে কোনও নিরীহ নাগরিক প্রাণ না হারায়, কোনও রকম যৌন হেনস্থার অপরাধের ঘটনা না ঘটে, সাধারণ মানুষকে ঘরছাড়া না হতে হয়, কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে। ৩ অক্টোবর এই ঘটনাগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেন শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারি।'

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.