বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Enforcement Directorate: এত টাকা কোথা থেকে এল? আসানসোল জেলে অনুব্রতকে জেরা ইডি অফিসারদের

Enforcement Directorate: এত টাকা কোথা থেকে এল? আসানসোল জেলে অনুব্রতকে জেরা ইডি অফিসারদের

নয়াদিল্লির ইডি অফিসাররা।

২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা জমা হয় অনুব্রত মণ্ডল–সহ তাঁর ঘনিষ্ঠজনের অ্যাকাউন্টে। এই কোটি কোটি টাকার উৎস কী খতিয়ে দেখা হচ্ছে। সেখানে ব্যাঙ্কের কারও যোগসাজশ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রথমবার অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা করছেন ইডির অফিসাররা।

সম্ভাবনা বাস্তবে রূপ নিল। গরুপাচার মামলায় আজ, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে এলেন নয়াদিল্লির ইডি অফিসাররা। সূত্রের খবর, বুধবার রাতেই কলকাতায় পৌঁছন ইডি অফিসাররা। নয়াদিল্লি থেকে জেরা করতে তিন তদন্তকারী অফিসার এসেছেন। ইতিমধ্যেই তাঁরা অনুব্রতকে জেরা করার জন্য ৪ পাতার একটি প্রশ্নের তালিকা তৈরি করেছেন। গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির অফিসাররা।

কেন হঠাৎ এই জেরা পর্ব?‌ ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করা হয়েছে। সায়গল হোসেন–সহ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়েই এখানে আসা হয়েছে। যা সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে কেষ্টকে। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ কোটি কোটি টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে। অনুব্রত মণ্ডল অসহযোগিতা করলে আদালতে সেই তথ্য পেশ করা হবে। আর নিজেদের হেফাজতে চেয়ে নয়াদিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হবে।

আর কী জানা যাচ্ছে?‌ ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা জমা হয় অনুব্রত মণ্ডল–সহ তাঁর ঘনিষ্ঠজনের অ্যাকাউন্টে। এই কোটি কোটি টাকার উৎস কী খতিয়ে দেখা হচ্ছে। সেখানে ব্যাঙ্কের কারও যোগসাজশ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রথমবার অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা করছেন ইডির অফিসাররা। ইতিমধ্যেই জেরা শুরু হয়ে গিয়েছে।

কী প্রশ্ন করা হচ্ছে অনুব্রতকে?‌ সূত্রের খবর, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কর্মচারীদের অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত টাকা মিলেছে। গরুপাচারের টাকা এই সব অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করা হতো। কারও বেতন ১০ হাজার হলেও তাঁদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত টাকা মিলেছে। এই হিসেব বহির্ভূত বিপুল পরিমাণ টাকার লেনদেনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অনুব্রতকে। এত টাকা কোথা থেকে এল? আর কে কে জড়িত রয়েছে? কোথা থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকত? এই সবস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। তিনি কিছু কিছু উত্তর দিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.