ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরে। এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। ৪ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে বাড়িটির কাঠামো ছাড়া বাকি সমস্ত কিছু উড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। এই বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে দেখেন, স্থানীয় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে মানুষের মৃতদেহ ও দেহাংশ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাজি কারখানার চালা। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাকা দেওয়াল।
সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন গ্রামবাসীরা। ওদিকে আহতদের উদ্ধার করে অ্যম্বুলান্সে করে এগরা মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর দাবি, এই এলাকায় বাড়ির মধ্যে একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে। এই কারখানাগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ নেই পুলিশ – প্রশাসনের। যার ফলে আগেও এলাকায় এই ধরণের ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুর জেলায় পর পর বিস্ফোরণের ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে পঞ্চায়েত ভোটের আগে বাজির আড়ালে বোমা তৈরি হচ্ছিল না তো?