বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > খাবারের প্রলোভন দেখিয়ে ২ নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার বৃদ্ধ
খাবার ও টাকার দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগের ভিত্তিতে এক বৃদ্ধকে গ্রেফতার করল জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে রাজগঞ্জ এলাকার তার বাড়ি থেকেই অভিযুক্ত ৬০ বছর বয়সি সেই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে ১১ বছর বয়সী এবং ১৩ বছর বয়সীর দুই নাবালিকা খেলা করছিল। এই সময় অভিযুক্ত বৃদ্ধ ওই রাস্তা দিয়ে আসছিল। অভিযুক্ত দুই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি নির্মিয়মান জনমানবহীন ঘরে নিয়ে যায়। নাবালিকারা তার কু-মতলব বুঝতে পারার পর চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। লোকজন আসছে দেখে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
বাংলার মুখ খবর