বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jhargram Incident: ভূতুড়ে বিদ্যুতের বিল ২৫–৫০ হাজার, অন্ধকারে গোটা গ্রাম ও মাধ্যমিক পরীক্ষার্থীরা

Jhargram Incident: ভূতুড়ে বিদ্যুতের বিল ২৫–৫০ হাজার, অন্ধকারে গোটা গ্রাম ও মাধ্যমিক পরীক্ষার্থীরা

গোটা গ্রাম অন্ধকার।

এই পরিবারগুলির এত বিদ্যুৎ বিল এল কী করে তা তাঁরা বুঝতে পারছেন না। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এখন ঢাক বন্ধক দিতে হচ্ছে। বাঁশের দাম ১০০ থেকে দেড়শো টাকা। একটা বাঁশ থেকে চার–পাঁচটা ঝুড়ি হয়। ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়। এখন বাঁশও তাঁরা কিনতে পারছেন না। বাধ্য হয়ে জঙ্গল থেকে লতা এনে ঝুড়ি বানাচ্ছেন।

এখনও সেভাবে গরম পড়েনি বঙ্গে। তার মধ্যেই গ্রামের গরিব মানুষদের বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। একাধিক গ্রামীণ মানুষের বাড়িতে এই বিদ্যুৎ বিল চক্ষু চড়কগাছ করেছে তাঁদের। দিন আনে দিন খায় গ্রামীণ মানুষজন এই বিদ্যুৎ বিল দিতে পারেনি। বাড়িতে তেমন কোনও ইলেক্ট্রনিক জিনিসও নেই। তাই বিল দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর তাতে গোটা গ্রাম অন্ধকার। সামনে মাধ্যমিক পরীক্ষা। সেখানে পরীক্ষার্থীদেরও বিপাকে পড়তে হচ্ছে বলে খবর।

ঠিক কী ঘটেছে গ্রামবাংলায়?‌ স্থানীয় সূত্রে খবর, বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামুনডিহা গ্রামের ডোমপাড়া এখন অন্ধকারে। এখানে ডোম সম্প্রদায়ের মানুষজন বাস করেন। এই গ্রামের গরিব মানুষজন এখন বিপদের মধ্যে বাস করছেন। পড়াশোনা করতে পারছে না পড়ুয়ারা। এখানের মানুষজন বাঁশ থেকে ঝুড়ি–সহ নানা সামগ্রী তৈরি করে তা বিক্রি করে জীবননির্বাহ করেন। এমনকী একশো দিনের কাজ করেও টাকা পাননি। আবার বিভিন্ন পার্বণে ঢাক বাজিয়ে রোজগার করেন তাঁরা। সেখানে এমন সংকটে এখন দিশেহারা তাঁরা।

আর কী জানা যাচ্ছে?‌ এই পরিবারগুলির এত বিদ্যুৎ বিল এল কী করে তা তাঁরা বুঝতে পারছেন না। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এখন ঢাক বন্ধক দিতে হচ্ছে। আর বাঁশের দাম ১০০ থেকে দেড়শো টাকা। একটা বাঁশ থেকে চার–পাঁচটা ঝুড়ি হয়। তা ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়। এখন বাঁশও তাঁরা কিনতে পারছেন না। বাধ্য হয়ে জঙ্গল থেকে লতা এনে তা থেকে ঝুড়ি বানাচ্ছেন। সন্ধের পর তাঁরা ঝুড়ি বানান। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে তারা সেটা সম্ভব হচ্ছে না।

কারা কী ঠিক বলছেন?‌ এই গ্রামের বাসিন্দা অলোকা মিদ্যা, গঙ্গাধর মিদ্যারা বলেন, ‘‌আমাদের এই ডোম পাড়ায় তিন চারটি ঘর বাদে সব ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল এসেছে। আমরা কীভাবে এত টাকা দেব?’‌ আর মাধ্যমিক পরীক্ষার্থী সনকা মিদ্যা বলেন, ‘‌সামনে মাধ্যমিক পরীক্ষা। আর বাড়িতে বিদ্যুৎ নেই। লেখাপড়া করতে পারছি না। সন্ধের পর অন্ধকার হয়ে যায়।’‌ তবে এই বিষয়ে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন ‘‌আমি বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব।’‌

বাংলার মুখ খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.