বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > High-tension wires: চাষযোগ্য জমির উপর দিয়ে হাইটেনশন তার গেলে জমিদাতাকে ক্ষতিপূরণ দেবে বিদ্যুৎ দফতর

High-tension wires: চাষযোগ্য জমির উপর দিয়ে হাইটেনশন তার গেলে জমিদাতাকে ক্ষতিপূরণ দেবে বিদ্যুৎ দফতর

দূর-দূরান্তে বিদ্যুৎ পৌঁছে দিতে গেলে চাষের জমির উপর দিয়ে হাইটেশন তার নিয়ে যেতে হয়। (টুইটার)

জমি উপর দিয়ে হাইটেশন তার গেলে সেই জমিতে চাষ করা যায় না। এ ছাড়া আশপাশের এলাকার ফসলে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।

গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সময় চাষযোগ্য জমির উপর দিয়ে নিয়ে যেতে হয় হাইটেশন তার। এ ক্ষেত্রে ওই জমিতে ব্যাহত হয় কৃষিকাজ। ক্ষতি হয় জমির মালিকেরও। এই সব ক্ষেত্রে চাষযোগ্য জমির উপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সে ক্ষেত্রে জমিদাতাকে দেওয়া হবে। বুধবার এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

অনেকে সময়ই দূর-দূরান্তে বিদ্যুৎ পৌঁছে দিতে গেলে চাষের জমির উপর দিয়ে হাইটেশন তার নিয়ে যেতে হয়। এর ফলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় বিদ্যুৎ দফতরকে। বন্ধ রাখতে কাজ। কারণ, জমি উপর দিয়ে হাইটেশন তার গেলে সেই জমিতে চাষ করা যায় না। এ ছাড়া আশপাশের এলাকার ফসলে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ৬৬ কেভি বা তার বেশি হলেই, যে ব্যক্তির জমির উপর দিয়ে এই হাইটেশন তার যাবে তাঁকে ক্ষতিপূরণ দেবে বিদ্যুৎ দফতর।

প্রসঙ্গত, গত জুন মাসেই বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনে ফলের বাগানের উপর দিয়ে হাইটেশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফারাক্কায়। প্রশাসনের সঙ্গে গন্ডোগোল বাঁধে গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে আদালতেরও দ্বারস্থ হন গ্রামবাসীরা। কত জমির জন্য কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে তার বিস্তারিত ঠিক করবে বিদ্যুৎ দফতর।

বন্ধ করুন