বজ্রপাতে মৃত্যু হল ২টি হাতির। মঙ্গলবার রাতে এই ঘটনায় জলপাইগুড়ির বানারহাটের বামনডাঙায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাতিদুটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে বনদফতর।
বুধবার সকালে বামনডাঙা চা-বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় নদীর পাড়ে হাতিদুটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বনদফতরের নাথুয়া রেঞ্জ অফিসে। সেখান থেকে আধিকারিকরা এসে দেহ দুটি হেফাজতে নেন। এর পর সেখানে পৌঁছন জেলার বনকর্তারা। সিদ্ধান্ত হয়, হাতিদুটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে হবে তাদের দেহের ময়নাতদন্ত। নাথুলা বনাঞ্চলের রেঞ্জার রাজকুমার পাল বলেন, ‘২টি হাতির দেহ পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত না হলে কিছু বলা যাবে না। মৃত হাতি ২টিই মাদি। এদের মধ্যে ১টি পূর্ণবয়স্ক।’
স্থানীয়দের অনুমান, মঙ্গলবার রাতে ডুয়ার্স জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। তখনই নদী পার করার সময় বজ্রদংশনে মৃত্যু হয়েছে হাতিদুটির।
বলে রাখি, ডুয়ার্সে বজ্রপাতে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। ২০২১ সালের মে মাসে অসমের নওগাঁ জেলার কুণ্ডলী এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ১৮টি হাতির। তবে এরাজ্যে বজ্রপাতে হাতির মৃত্যু সাম্প্রতিককালে ঘটেনি।