বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বস্তায় শুঁড় ঢুকিয়ে আটা খেয়ে গেল গজরাজ, ডুয়ার্সের রেশন দোকান ফাঁকা

বস্তায় শুঁড় ঢুকিয়ে আটা খেয়ে গেল গজরাজ, ডুয়ার্সের রেশন দোকান ফাঁকা

সব আটা একেবারে চেটেপুটে সাফ করে দিয়েছে গজরাজ।

বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের যেখানে এই ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই তোতাপাড়া জঙ্গল। এখানে প্রায় রোজদিনই জঙ্গল থেকে হাতি বেরোয়। ঢুকে পড়ে লোকালয়ে। সূর্য ডোবার পর রাস্তায় বেরোতেই ভয় পান এলাকার মানুষ। রেশন দোকান থেকে আটা খেয়ে যাওয়া হাতিটিও সেই জঙ্গল থেকেই এসেছিল।

রেশনের আটা খেয়ে গেল গজরাজ। খিদে পেয়েছিল। তাই বস্তায় শুঁড় ঢুকিয়ে সব আটা একেবারে চেটেপুটে সাফ করে দিয়েছে গজরাজ। এই ঘটনায় দোকান মালিক মাথায় হাত দিলেও দৃশ্যতই অবাক স্থানীয় গ্রামবাসীরা। রেশন দোকানের দরজা ভেঙে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে হাতি। ডুয়ার্সের মোগলকাটা চা–বাগান সংলগ্ন রেশন দোকানের এই ঘটনায় এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে।

ঠিক কী ঘটেছে ডুয়ার্সে?‌ স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ডুয়ার্সের মোগলকাটা চা–বাগানে ঢুকে পড়ে একটি বুনো হাতি। তাকে তাড়ানোর জন্য বাজি, পটকা ফাটান স্থানীয় বাসিন্দারা। হট্টগোল দেখে হাতি চলে যায়। কিন্তু পরে আবার সেখানেই আসে সে। রেশন দোকান ভেঙে সেখানে শুঁড় ঢুকিয়ে আটা খেতে শুরু করে হাতিটি। বস্তা ভর্তি আটা পুরো খেয়ে ফেলে। আটা খাওয়া শেষ করে দুলকি চালে আবার জঙ্গলে ফিরে যায় গজরাজ।

আর কী জানা যাচ্ছে?‌ একটি হাতি ঢুকে পড়েছিল মেটেলির ইনডং চা–বাগানে। সেখানের একটি দোকানে হামলা চালিয়ে দোকানের দেওয়াল ভেঙে খাবার খেয়ে ফেলে। একই ছবি বানারহাটের রেডব্যাঙ্ক চা–বাগানেও। ত্রাণ হিসেবে পাওয়া চাল সাবাড় করে দিয়েছে। ধূলোয় মিশিয়ে দিয়েছে দুটি শ্রমিক আবাস। সেখানে মজুত থাকা চাল, আটা–সহ যাবতীয় আনাজপাতি খেয়ে নেয় দুটি হাতি।

কোথা থেকে এসেছিল হাতিটি?‌ বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের যেখানে এই ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই তোতাপাড়া জঙ্গল। এখানে প্রায় রোজদিনই জঙ্গল থেকে হাতি বেরোয়। ঢুকে পড়ে লোকালয়ে। সূর্য ডোবার পর রাস্তায় বেরোতেই ভয় পান এলাকার মানুষ। রেশন দোকান থেকে আটা খেয়ে যাওয়া হাতিটিও সেই জঙ্গল থেকেই এসেছিল।

বন্ধ করুন