বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ED-CBI Raid: কলকাতা–সোদপুরে জোড়া হানা, সকালেই ইডি–সিবিআইয়ের তল্লাশি অভিযান

ED-CBI Raid: কলকাতা–সোদপুরে জোড়া হানা, সকালেই ইডি–সিবিআইয়ের তল্লাশি অভিযান

তল্লাশি চালাচ্ছে ইডি

সিবিআই যে তথ্য নথি পেয়েছে সেটা ইডির হাতে তুলে দিয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করেই হানা দিতে শুরু করে ইডি। তবে চিটফান্ড মামলায় হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আজ, সোমবার সকাল থেকেই শহর–শহরতলিতে সিবিআই–ইডির হানা শুরু হয়েছে। অন্যদিকে বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত–সহায়ক এবং নিরাপত্তারক্ষীকে সিজিও কমপ্লেক্সে রাতেই নিয়ে আসেন তদন্তকারী আধিকারীকরা। লাগাতার জিজ্ঞাসাবাদের পর দুই নিরাপত্তারক্ষীকে ছেড়ে দেওয়া হলেও আপ্ত–সহায়ক রবিন্দর সিংকে রাতভর সেখানে জেরা করা হয়। সোমবার সকাল পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে আজ সকালে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই। এই অবস্থায় সোদপুরের রাজেন্দ্রপল্লির একটি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সপ্তাহের শুরুতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

কী কারণে এমন অভিযান?‌ সূত্রের খবর, কোনও একটি গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। তবে কে বা কারা এই গোপন খবর দিয়েছে তা নিয়ে মুখ খুলতে চাইছেন না তদন্তকারীরা। আজ, সোমবার সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। ইডি’‌র অফিসারদের সঙ্গে ছিলেন ব্যাঙ্কের কর্মীরা। তবে কেন এই হানা?‌ এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ঠিক কী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?‌ রবিবার বীজপুরে মোট ছ’জায়গায় অভিযান চালায় সিবিআই। একইসময়ে ৬টি দল ছ’জায়গায় তল্লাশি চালায়। হালিশহর জেঠিয়াতে কমল অধিকারীর ফ্ল্যাটে, হালিশহর মঙ্গলদীপ, হালিশহর জেঠিয়াতে সুবোধ অধিকারীর পৈত্রিক বাড়িতে, জেঠিয়ায় অভিজিৎ শিকদারের বাড়িতে হানা দেয় তাঁরা। চিটফান্ড–কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়ির পাশাপাশি কলকাতার পাইকপাড়ার ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারীরা। লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও রবিবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আর কী জানা যাচ্ছে?‌ সিবিআই যে তথ্য নথি পেয়েছে সেটা ইডির হাতে তুলে দিয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করেই হানা দিতে শুরু করে ইডি। তবে চিটফান্ড মামলায় হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্রেই সুবোধের বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে। আর সোমবার কলকাতা এবং সোদপুর এলাকায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান শুরু হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.