শীতের রাতে গরম জামা পরে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন একদল যুবক। সেখানেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হঠাৎই দ্রুত গতিতে আসা একটি ইঞ্জিন ভ্যান ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনাস্থল ঝড়খালি।
ঠিক কী ঘটেছে ঝড়খালিতে? স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি উপকূল থানা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন যুবক গৌতম মণ্ডল। আর তখনই সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে আসা একটি ইঞ্জিনভ্যান সজোরে ধাক্কা মারে যুবক গৌতমকে। এই সজোরে ধাক্কার জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন যুবক গৌতম। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ওই ইঞ্জিন ভ্যান চালক মদ্যপ ছিল। সেই অবস্থায় ভ্যান চালাচ্ছিল। সেটার গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যুবক গৌতম পালকে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যু হয় গৌতমের। এই ঘটনায় ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে। ওই ঘাতক ভ্যানকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনার পর ইঞ্জিন ভ্যান চালক পুলিশকে জানায়, ‘রাস্তা খারাপ ছিল। তাই গাড়ির চাকা আটকে যায়। এরপর গাড়ির সামনের একটা অংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আর ওই যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকায় তাঁর ধাক্কা লাগে। স্থানীয় আর এক যুবক বলেন, ‘ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল। তখন আচমকা ইঞ্জিন ভ্যানটি এসে ওদের ধাক্কা মারতেই এই মর্মান্তিক মৃত্যু হয়।’ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে।