বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দেবতার গ্রাস! করোনা-লকডাউন-আমফানের ঝাপটায় ঘোর অন্ধকার ঘোড়ামারার ভবিষ্যৎ

দেবতার গ্রাস! করোনা-লকডাউন-আমফানের ঝাপটায় ঘোর অন্ধকার ঘোড়ামারার ভবিষ্যৎ

চোখের সামনে নদীগর্ভে তলিয়ে যায় একরের পর একর আবাদি জমি।

অতিমারির ভয়ে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরলাম। এখন আমফানের হানায় ফের আমরা ভিটেছাড়া হয়েছি।

একে লকডাউনের জেরে রোজগার বন্ধ, তার উপর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভিটেমাটি হারিয়ে আক্ষরিক অর্থেই পথে বসেছেন সুন্দবনের ঘোড়ামারা দ্বীপের নিঃসহায় বাসিন্দারা। 

করোনা সংক্রমণের জেরে দেশব্যাপী লকডাউন ঘোষণার পরেও কলকাতার খিদিরপুরে নিজের আস্তানা ছাড়ার কথা ভাবেননি বছর পঞ্চাশের আবদুল রউফ। কিন্তু মহল্লায় এক মহিলা করোনা পজিটিভ দেখা দেওয়ার পরে ঝুঁকি না নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কপাল এমনই যে, ফিরে আসতেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছে ঘোড়ামারা দ্বীপে তাঁদের গ্রাম। তছনছ হয়ে গিয়েছে তাঁর কাঁচাবাড়ি। 

রোজগারের ধান্দায় আবদুলের মতো তাঁর তিন ছেলেও বেশ কয়েক বছর হল গ্রামছাড়া। ভিনরাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে তাঁরাও পড়েন লকডাউনের খপ্পরে। কোনও রকমে রাজ্যে ফিরে ঘোড়ামারায় পৌঁছেছেন তিন জনে কিছু দিন আগে। কিন্তু দুর্যোগের কবলে পড়ে গোটা পরিবারই এখন আশ্রয় শিবিরে মাথা গুঁজতে বাধ্য হয়েছেন।

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া বাড়ি মেরামতিতে নেমেছেন আবদুল রউফ।
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া বাড়ি মেরামতিতে নেমেছেন আবদুল রউফ।

পশ্চিমবঙ্গের দক্ষিণতম প্রান্তে একরত্তি দ্বীপ ঘোড়ামারায় প্রতি বছরই নদীর ভাঙনে তলিয়ে যায় জমি-জিরেত-ঘরবাড়ি। বাসিন্দারা প্রায় প্রতি বছরই দ্বীপের আরও ভিতরের দিকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন বসতবাড়ি। কিন্তু তাতেও রক্ষা মেলে না। চোখের সামনে নদীগর্ভে তলিয়ে যায় একরের পর একর আবাদি জমি। অবস্থা এমন দাঁড়ায় যে জমিহারা প্রতিবেশীর থেকে জমি কিনে ফের বসত স্থাপন করেন। সত্তরের দশকে যে দ্বীপভূমির আয়তন ছিল ৯ বর্গ কিমি, তা বর্তমানে কেটেছেঁটে এসে দাঁড়িয়েছে মাত্র ৪.৮ বর্গ কিমি-তে। ৭,০০০ বাসিন্দার মধ্যে দ্বীপে রয়ে গিয়েছেন ৫,০০০। রাজ্যের ক্ষুদ্রতম ঘোড়ামারা পঞ্চায়েতে রয়েছেন মাত্র ৫ জন সদস্য।

তবু এতদিনে এ সবে অভ্যস্ত হয়ে গিয়েছে ঘোড়ামারা। কিন্তু এবারের ঘূর্ণিঝড় তাদের সর্বস্বান্ত করে ছেড়েছে। লকডাউনে কেরালা থেকে ঘরেফেরা শ্রমিক চন্দন চৌধুরী বলেন, ‘ঘোড়ামারায় এখন বিভিন্ন গ্রাম থেকে আসা আমরা জনাকুড়ি পরিবার রয়েছি। অতিমারির ভয়ে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরলাম। এখন আমফানের হানায় ফের আমরা ভিটেছাড়া হয়েছি।’ 

রোজগারল হারিয়ে ভিটেছাড়া হয়ে সর্বস্বান্ত ঘোড়ামারার আবদুল রউফ ও তাঁর স্ত্রী।
রোজগারল হারিয়ে ভিটেছাড়া হয়ে সর্বস্বান্ত ঘোড়ামারার আবদুল রউফ ও তাঁর স্ত্রী।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরে দ্বীপবাসীদের আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। ঝড় চলে যাওয়ার পরে গত রবিবার তাঁদের কেউ কেউ ঘোড়ামারায় ফিরেছেন। ধ্বংসস্তূপ থেকে রসদ জোগাড় করে আবার ঘর বাঁধার চেষ্টায় নেমেছেন হতভাগ্য বাসিন্দারা।

একদা তিনটি মৌজায় বিভক্ত ঘোড়ামারার লোহাচূড়া মৌজা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। ভাঙনে হারিয়ে গিয়েছে গ্রামের গর্ব তিনতলা ডাকঘরও। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধিকর্তা তুহিন ঘোষ বলেন, ‘মূলত নদীর ভাঙনেই ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। অনেকে যুক্তি দেখান, এর জন্য সমুদ্রের জনস্তর বাড়াই কারণ। কিন্তু তেমন হলে নয়াচর এলাকার অন্যান্য দ্বীপেরও একই দশা হত। যে কারণই থাক, এই সমস্ত পরিবেশ শরণার্থীদের ভবিষ্যৎ এখন ঘোরতর অনিশ্চিত।’ 

পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে দান করুন-

WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND

(Part of Chief Minister Relief Fund)

https://wbserf.wb.gov.in/wbserf

A/C No: 628005501339

Bank: ICICI Bank

Branch: Howrah

IFSC Code: ICIC0006280

MICR Code: 700229010

SWIFT Code: ICICINBBCTS

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.