রাজ্য জয়েন্টে প্রথম দশের মধ্যে থাকবেন বলে আশাপ্রকাশ করেছিলেন। আর শেষপর্যন্ত ২০২৪ সালের পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একেবারে প্রথম হলেন বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র। আগামিদিনে কী নিয়ে পড়বেন, সেটা অবশ্য পুরোপুরি ঠিক করেননি। তবে কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে পড়াশোনার একটা ইচ্ছা আছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়া। উল্লেখ্য, আইআইটিতে ভরতির জন্য জেইই (অ্যাডভান্সড) পরীক্ষা দিতে হয়। ইতিমধ্যে সেই পরীক্ষা হয়ে গিয়েছে।
কীভাবে অনলাইনে রাজ্য জয়েন্টের রেজাল্ট দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.in-তে যেতে হবে।
২) হোমপেজের উপরেই থাকা 'Examination'-তে ক্লিক করে ‘WBJEE’ বেছে নিতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Rank Card for WBJEE-2024’ আছে। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৪) ফের একটি নয়া পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই ‘Registered Candidates Sign-In’ আছে।
৫) 'Examination'-র জায়গায় আগে থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বেছে নেওয়া আছে। তারপর অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে। জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে 'Sign in' করতে হবে প্রার্থীদের। সেখান থেকেই জয়েন্টের ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন।
রাজ্য জয়েন্টের রেজাল্ট দেখা ও ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন
রাজ্য জয়েন্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
১) এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশের হার ৯৯.৫৩ শতাংশ। মোট ১,৪২,৬৯৪ জন রেজিস্ট্রার করেছিলেন। শেষপর্যন্ত পরীক্ষা দেন ১,১৩,৪৯২ জন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ৮৭,৩৭৯ জন প্রার্থী ছিলেন।
২) এবার পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়াদের মধ্যে পাশের হার ৯৯.৬ শতাংশ। ৬১,৮১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। আর সফল হয়েছেন ৬১,৫৭৫ জন।
৩) রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারজন পড়ুয়া আছেন। চারজন পড়ুয়া আছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই)। দু'জন হলেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পড়ুয়া।