কৃষ্ণনগরে বোমাবাজি, কেশপুরে বোমাবাজি, মুর্শিদাবাদে বোমা উদ্ধার–সহ নানা ঘটনা সামনে আসছে রাজ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে যেটা সত্যিই চিন্তার বিষয়। তার মধ্যেই নানা জেলার থেকে অস্ত্র উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। আজ, শনিবার কাঁকিনাড়া রেল স্টেশন চত্বর সংলগ্ন এলাকা এবং রেল লাইনের ধারে বোমা উদ্ধার করা হল। ইতিমধ্যেই সেখানে ডগ–স্কোয়্যাড নামিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
কিছুদিন আগে কাঁকিনাড়া রেলগেটের কাছে রেল লাইনের ধার থেকে বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল কিশোর। বোমার বিস্ফোরণে মারা যায় সে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার হল। যদিও ওই ঘটনার পর থেকে রুটিন তল্লাশি শুরু করেছিল রেল। তারপরও এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
এদিকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থেকেও মাঝেমধ্যেই বোমা বিস্ফোরণের খবর আসে। সেখানেও বোমা পাওয়া যায়। কয়েকদিন আগেই ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আর কয়েকদিন ধরেই বোমাবাজিতে হাত–পা উড়ে যাওয়ারও ঘটনা সামনে এসেছে। সেখানে আবার কাঁকিনাড়া থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনা ঘটায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।
অন্যদিকে আজ, শনিবার রেললাইনের ধারেই দেখা যায় একটি তাজা বোমা। বোমা কে উদ্ধার করবে? তা নিয়েই আরপিএফ–জিআরপিএফের মধ্যে টানাপোড়েন চলে। পরে সিআইডি’র বম্ব স্কোয়াডের সদস্যরা গিয়ে রেললাইনের ধার থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করে। উদ্ধার হয় বেশকিছু মশলা ও বিস্ফোরক। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।