আজ, শুক্রবার কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় এই বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে খোদ পুলিশ সুপারের অফিসের কাছে বোমা উদ্ধার হওয়ায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একসঙ্গে চারটি তাজা বোমা উদ্ধার হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই তাজা বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী ঘটেছে কৃষ্ণনগরে? স্থানীয় সূত্রে খবর, পুলিশ সুপারের অফিসের একেবারে নিকট দূরত্বে যে রেজিস্ট্রি অফিস রয়েছে ঠিক তার পিছনেই উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা। এই বোমাগুলি এখন উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের অফিস নিরাপত্তার চাদরে মোড়া থাকে। সেখানে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। আজ, শুক্রবার সকালে অফিসে এসে এক কর্মী একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটা দেখে সন্দেহ হতেই তিনি অন্যদের খবর দেন। তার পর খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার পুলিশকে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সেখানে চারটি বোমা ছিল। এখানে পুলিশ সুপারের অফিস ছাড়াও প্রচুর প্রশাসনিক দফতরের জেলা অফিস রয়েছে। এমন একটি জায়গায় তাজা বোমা রাখার অর্থ নাশকতা করার ছক। কে বা কারা এখানে বোমার ব্যাগ রেখে গেল সেটা খোঁজা হচ্ছে। ইতিমধ্যেই তল্লাশিতে নেমেছে একটি টিম।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কারণ, পুলিশের অফিসের কাছেই যদি তাজা বোমা মেলে তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়? এখানে বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিস আছে। সেখানে এতগুলি তাজা বোমা রেখে যাওয়া এবং সেটা ফাটলে কি হতে পারত ভেবে সবাই শিউরে উঠছেন। যাঁরা এই বোমা রাখার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup