প্রযুক্তিগত সমস্যার জন্য হিলি সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি। হিলি স্থলবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি পোর্টালে ট্রাক খালাসের স্লট না পাওয়ায় মঙ্গলবার দিনভর বাংলাদেশে গিয়েছে মাত্র ২টি ট্রাক। এর ফলে ভারতের প্রায় ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ওদিকে বরাতে অগ্রিম টাকা দিয়ে বিপদে পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও।
আরও পড়ুন - তৃণমূলের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা
হিলি স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। সেদিন ১৬০টি ট্রাক সীমান্ত পার করেছে। সোমবার থেকে সমস্যা শুরু হয় সোমবার মাত্র ৪৩টি ট্রাক সীমান্ত পার করতে পারে। কিন্তু মঙ্গলবার আলু - পেঁয়াজের কোনও ট্রাক সীমান্ত পার করেনি। সুবিধা পোর্টালে স্লট বুকিং বন্ধ থাকায় কয়েকশ ট্রাক সীমান্তের আসেপাশে বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। যার ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে। ওদিকে আলু - পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন রফতানিকারীরা।
রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও। আগাম পয়সা দিয়ে আমদানি পণ্যের বরাত দিতে হয়। টাকা দিলেও পণ্য না পৌঁছনোয় লোকসানের মুখ দেখতে হচ্ছে তাঁদেরও। তবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন সুবিধা পোর্টালে কী সমস্যা হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন - মুখপাত্রের পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রাশ হাতে রাখলেন মমতাই
আলু - পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশ। রফতানি কয়েকদিন বন্ধ থাকলে সেদেশে এই ২ পণ্যের দাম ফের সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা।