বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Express Trains Cancelled: ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ১৮ এক্সপ্রেস, ঘুরপথে চলবে একাধিক ট্রেন, দেখুন পুরো তালিকা

Express Trains Cancelled: ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ১৮ এক্সপ্রেস, ঘুরপথে চলবে একাধিক ট্রেন, দেখুন পুরো তালিকা

১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ১৮ এক্সপ্রেস, ঘুরপথে চলবে একাধিক ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

Express Trains Cancelled: আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হবে এক্সপ্রেস ট্রেন। আবার অনেক ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে।

তৃতীয় লাইন সংক্রান্ত কাজের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হবে এক্সপ্রেস ট্রেন। আবার অনেক ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণের জন্য শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-নন ইন্টারলকিং কাজ চলবে। তাই হাওড়া-বর্ধমান কর্ড লাইন, মেন লাইন এবং রিভার্স লাইনে এক ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই পরিস্থিতিতে একাধিক একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: Local Trains Cancelled: ১১ দিন প্রায় স্তব্ধ হবে হাওড়া-বর্ধমান শাখা, চলবে কয়েকটি লোকাল ট্রেন, পুরো তালিকা

বাতিল ট্রেনের তালিকা

  • ২২৩২১ হুল এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ২২৩২২ হুল এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০২৭ আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০৪৫ আপ ময়ূরাক্ষী এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০৪৬ ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১২৩৪৭ শহিদ এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১২৩৪৮ শহিদ এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০২৯ আপ মোকামা এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০৩০ ডাউন মোকামা এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০৫৩ আপ কুলিক এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১৩০৫৪ ডাউন কুলিক এক্সপ্রেস: ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
  • ১২৩৩৭ শান্তিনিকেতন এক্সপ্রেস: ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
  • ১২৩৩৮ শান্তিনিকেতন এক্সপ্রেস: ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
  • ১৩১৮৭ মা তারা এক্সপ্রেস: ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
  • ১৩১৮৮ মা তারা এক্সপ্রেস: ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
  • ১৩০৩১ আপ জয়নগর এক্সপ্রেস: ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
  • ১৩০৩২ আপ জয়নগর এক্সপ্রেস: ১৩ এবং ১৪ সেপ্টেম্বর বাতিল থাকবে।

কোন কোন ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সময় পরিবর্তন করা হয়েছে?পুরো তালিকা দেখুন নিচে ---

ঘুরপথে কোন কোন ট্রেন চলবে?

  • নিউ ফরাক্কা থেকে আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৩১৬১ ডাউন বালুরঘাট এক্সপ্রস (৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ফরাক্কায় পৌঁছানো ট্রেন), ১২৩৬৪ ডাউন হলদিবাড়ি এক্সপ্রস (৪ সেপ্টেম্বর, ৭ সেপ্টেম্বর, ৯ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর নিউ ফরাক্কায় পৌঁছানো ট্রেন) এবং ১৩১৭৬ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রস (১৩ সেপ্টেম্বর নিউ ফরাক্কায় পৌঁছানো ট্রেন)। আজিমগঞ্জ এবং কাটোয়ায় তিনটি ট্রেন দাঁড়াবে।
  • ব্যান্ডেল থেকে কাটোয়া-আহমেদপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৩০১৫ আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস (৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যান্ডেলে পৌঁছানো ট্রেন)। কাটোয়া এবং আহমেদপুরে স্টপেজ দেওয়া হবে।
  • আহমেদপুর থেকে কাটোয়া-ব্যান্ডেল দিয়ে ১৩০১৬ ডাউন জামালপুর কবিগুরু এক্সপ্রেস (৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আহমেদপুরে পৌঁছানো ট্রেন)ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন দাঁড়াবে আহমেদপুর এবং কাটোয়ায়।
  • ব্যান্ডেল থেকে কাটোয়া-আহমেদপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ০৩১১১ আপ শিয়ালদা-রামপুরহাট প্যাসেঞ্জার (৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যান্ডেলে পৌঁছানো ট্রেন)। কাটোয়ায় স্টপেজ দেওয়া হবে।
  • আহমেদপুর থেকে কাটোয়া দিয়ে ০৩১১২ ডাউন রামপুরহাট-শিয়ালদা প্যাসেঞ্জার (৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আহমেদপুরে পৌঁছানো ট্রেন) ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন দাঁড়াবে কাটোয়ায়।
  • কাটোয়া-অম্বিকা কালনা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৩০১৮ ডাউন গণদেবতা এক্সপ্রেস (৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (আজিমগঞ্জ ছাড়া ট্রেন)। ট্রেন দাঁড়াবে কাটোয়া এবং অম্বিকা কালনায়।

বন্ধ করুন