দুর্গাপুরে যাওয়ার পথে অবরুদ্ধ এক্সপ্রেসওয়ে। একটি গাড়়ি থেকে গ্যাস লিক হয়েছে বলে খবর। তার জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে পড়েছে বলে খবর। রাতের আচমকা এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। কেন ওই গাড়ি থেকে আচমকা গ্য়াস লিক করছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্য়ে যাতে আতঙ্ক না ছড়ায় সেটাও দেখা হচ্ছে। পাশাপাশি গ্যাস লিক হওয়ার জেরে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন সেটাও দেখা হচ্ছে। একাধিক বাস ও ব্য়ক্তিগত গাড়ি, ট্রাক সারি সারি দাঁড়িয়ে পড়েছে হাইওয়ের উপর।
সূত্রের খবর একটি ট্যাঙ্কার থেকে গ্য়াস লিক হচ্ছে। তার জেরেই রাস্তা অবরূদ্ধ হয়েছে। ট্যাঙ্কারটিকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে।
বাংলার মুখ খবর