বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: বিবাহবহির্ভূত সম্পর্কে স্ত্রীর সামনে প্রেমিক খুন , স্বামীর আত্মসমর্পণ থানায়

Murshidabad: বিবাহবহির্ভূত সম্পর্কে স্ত্রীর সামনে প্রেমিক খুন , স্বামীর আত্মসমর্পণ থানায়

গলার নলি কেটে খুন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ওই ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আখতারুলের বয়ান রেকর্ড করা হয়েছে। উদ্ধার করা হয়েছে যুবক ফিরদৌসের মৃতদেহ। এখন সেটা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এমনকী আখতারুলের স্ত্রীকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরা করা হচ্ছে আখতারুলকেও। 

স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এলাকার এক যুবকের। এই সন্দেহে প্রতিবেশী যুবককে বাড়িতে ডেকে পাঠিয়ে গলার নলি কেটে খুন করলেন স্বামী বলে অভিযোগ। এমনকী খুন করার পর থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করেছেন। আজ, বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা পাড়ায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। অভিযোগ, স্ত্রীকে দিয়েই প্রতিবেশী যুবককে বাড়ি থেকে ডেকে পাঠান স্বামী আখতারুল শেখ। ওই যুবক বাড়িতে আসতেই গলার নলি কেটে তাঁকে খুন করেন আখতারুল। আর থানায় আত্মসমর্পণ করতেই অভিযুক্তকে গ্রেফতার করে শক্তিপুর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে?‌ স্থানীয় সূত্রে খবর, শক্তিপুরের জিনারা পাড়ার বাসিন্দা আখতারুল শেখ। স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ হয় স্বামী আখতারুলের। আর বিষয়টির ইতি টানতে বাড়িতে স্ত্রীকে দিয়ে ডেকে পাঠানো হয় যুবককে। ততক্ষণে ধারালো অস্ত্র প্রস্তুত করেন তিনি। আর বাড়িতে ঢুকতেই খুন হন তার প্রতিবেশী যুবক ফিরদৌস শেখ। এই ঘটনা ঘটিয়ে আখতারুল শক্তিপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী যুবক ফিরদৌসের সঙ্গে আখতারুলের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ তৈরি হয়। তার জেরেই এই খুন। আখতারুল জেরায় পুলিশকে জানিয়েছে, আড়াই বছর ধরে স্ত্রীর সঙ্গে ফিরদৌসের মধ্যে সম্পর্ক ছিল। এই সম্পর্ক বন্ধ করতে তাঁর স্ত্রীকে নিষেধ করা হয়েছিল। তাতে কর্ণপাত করা হয়নি। তাই বুধবার সকালে সে তার স্ত্রীকে দিয়ে ফিরদৌসকে বাড়িতে ডেকে পাঠিয়ে এই নিয়ে কথা বলতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তখন ধারালো অস্ত্র বের করে স্ত্রীর সামনেই ফিরদৌসের গলার নলি কেটে দেয় আখতারুল।

আর কী জানা যাচ্ছে?‌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ওই ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আখতারুলের বয়ান রেকর্ড করা হয়েছে। উদ্ধার করা হয়েছে যুবক ফিরদৌসের মৃতদেহ। এখন সেটা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এমনকী আখতারুলের স্ত্রীকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরা করা হচ্ছে আখতারুলকেও। ঘটনার জেরে এলাকায় আলোড়ন ছড়িয়েছে।

বন্ধ করুন