Claim:
লোকসভা ভোটের প্রচারপর্ব যখন তুঙ্গে, তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের হাই-হাউ করে কান্নার একটি ভিডিয়ো। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন ইংরেজিতে লিখেছেন, ‘সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রাক্তন শ্বশুর, শ্রীরামপুরের তিনবারের সাংসদ ও এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখুন।’ (আর্কাইভ লিঙ্ক)
Fact:
ভাইরাল ক্লিপটির রিভার্স ইমেজ সার্চ করলে নিউজ18 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, একই ধরনের একটি দীর্ঘ ভিডিয়ো আমরা দেখতে পাই। ২০২১ সালের ১৪ অক্টোবর ভিডিয়োটি সেখানে পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, নবমীর দিন মা দুর্গার মূর্তির সামনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্ত্রপাঠ করতে করতে হাই-হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
Conclusion
সুতরাং এখন থেকেই স্পষ্ট যে, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়েক কান্নার ভিডিয়োটি পুরনো এবং এর সঙ্গে লোকসভা নির্বাচন ২০২৪-এর কোনও যোগ নেই।
(এই খবরটি Newschecker দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: Newschecker-এর লিঙ্ক)