রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বোনের নাম জড়িয়ে যাওয়ায় যথেষ্টই বিব্রতবোধ করছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোনালিসা দাসের দাদা মানস দাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে বোনের নাম দেখে মানসবাবু জানান, ‘পার্থবাবুর সঙ্গে দীর্ঘদিন আমার বোনের কোনও যোগাযোগ নেই। আমার বোনের নামে বানানো খবর রটানো হচ্ছে।’
মোনালিসা দাসের নাম এল কী করে? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর আরও একটি তথ্য সামনে আসতে শুরু করে। জানা যায়, পার্থ ঘনিষ্ট আরও একজন রয়েছেন যার নাম মোনালিসা দাস। বোলপুরে পার্থবাবুর যে ১০টি বাড়ি রয়েছে, সেগুলি দেখাশোনা করেন ওই মোনালিসা। বোলপুরে একটি বাড়ির একতলায় মোনালিসা থাকেনও। এই সব নানা খবর সামনে আসার পর স্বভাবতই বিব্রত মোনালিসার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মোনালিসার বাড়ি রানাঘাট থানার নতুন গোপালপুরে। মোনালিসার দাদা মানসবাবু এই প্রসঙ্গে জানান, ‘আমার বোন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে তৎকালীন শিক্ষামন্ত্রী আমন্ত্রিত হিসাবে যেতেন। বিশ্ববিদ্যালয় থেকে আতিথেয়তার জন্য আমার বোনকে দায়িত্ব দেওয়া হত। বিশ্ববিদ্যালয়ের কাজের সূত্রেই আমার বোনের সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রীর আলাপ হয়।’ একইসঙ্গে তিনি জানান, ‘পার্থবাবু কোনওদিনই আমাদের বাড়িতে যাননি। আমার বোনের নাম জড়িয়ে যাওয়ায় চিন্তায় আছি। এটা আমাদের কাছ সম্মানহানির বিষয়।’
একইসঙ্গে মোনালিসার দাদা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমার বোন ব্যাঙ্ক লোন নিয়ে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন। যদিও এখনও সেটা হ্যান্ডওভার হয়নি। আমার বোনের নাম কেন উঠছে, সেটা বুঝতে পারছি না।’ জানা যাচ্ছে, মোনালিসার হালিশহরে বিয়ে হয়েছিল। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর আসানসোলে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। কলকাতায় মোনালিসার মায়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। মাঝেমধ্যে সেখানে গিয়ে থাকেন মোনালিসা। আবার কখনও কখনও রানাঘাটের বাড়িতেও যান। শিক্ষাকতার সঙ্গেই যুক্ত মোনালিসার পরিবারের সদস্যরা।