তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই জাল করে তৃণমূলের ব্লক সভাপতি রদবদলের নোটিশ জারি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সইফুর রহমান (৫০) উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার কোকরা গ্রামের বাসিন্দা। রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করলে অভিযুক্তকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলা তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নোটিশ ছড়িয়ে পড়ে। তাতে রায়গঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হিসাবে উত্তম চট্টোপাধ্যায় ও হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে প্রফুল্লচন্দ্র বর্মনকে। বিজ্ঞপ্তিতে সই ছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। যদিও জেলা তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞপ্তি ভুয়ো। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের তরফে। সেই ঘটনার তদন্তে নেমে সইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ‘ধৃত ব্যক্তি কোথা থেকে বিজ্ঞপ্তিটি পেয়েছিলেন। তিনি কী কারণে এটি ছড়িয়ে দিলেন তা তাঁকে জেরা করে জানার চেষ্টা চলছে।’
হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি আসরাফউল বলেন, ‘কেউ বা কারা ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দলের নেতৃত্বের সই জাল করে ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি করছে তারা।’
বিজেপির দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দের জেরেই এই কাণ্ড। এলাকা দখলের রাজনীতিতে পিছিয়ে পড়ে ভুয়ো বিজ্ঞপ্তি জারি করিয়েছে তৃণমূলেরই একটি গোষ্ঠী। আর সেজন্য দলের রাজ্য সভাপতির সই জাল করতেও পিছ পা নয় তারা।