বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Adhir Chowdhury: সকালে শেষকৃত্যের পর ভোট দিল স্বজনহারা পরিবার, দেখা করে সমবেদনা অধীরের

Adhir Chowdhury: সকালে শেষকৃত্যের পর ভোট দিল স্বজনহারা পরিবার, দেখা করে সমবেদনা অধীরের

সকালে মৃতের শেষকৃত্যের পর ভোট দিল স্বজনহারা পরিবার, দেখা করে সমবেদনা অধীরের (PTI)

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার পুলিন্দা এলাকার বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিক। তিনি প্রথম থেকে কংগ্রেসের সমর্থক ছিলেন। তবে ভোটের ঠিক আগের দিন তিনি মারা যান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে কৃষ্ণচন্দ্রের পরিবারে। 

পাঁচ বছর আগেকার স্মৃতি ফিরে এল লোকসভা ভোটে। গত সোমবার ১৩ মে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বহরমপুর কেন্দ্রে। এই আসনে ভোট দিতে দেখা গেল এমন একটি পরিবারকে যারা সদ্য স্বজন হারিয়েছিলেন। ভোটের দিন সকালে শেষকৃত্য সম্পন্ন করে স্বজনহারা পরিবারের সকলেই ভোট দিতে যান। ওই পরিবারটি আবার কংগ্রেস সমর্থক। এমন খবর পেয়ে সেই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান।

আরও পড়ুন: জুনে অধীর যোগ দেবেন BJP-তে? ফোন করলেন স্বয়ং মোদী? ভাইরাল হল ভুয়ো স্ক্রিনশট

জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার পুলিন্দা এলাকার বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিক। তিনি প্রথম থেকে কংগ্রেসের সমর্থক ছিলেন। তবে ভোটের ঠিক আগের দিন তিনি মারা যান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে কৃষ্ণচন্দ্রের পরিবারে। ভোটের দিন সকালে মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা জানান, সকালে তারা শ্মশানে গিয়ে কৃষ্ণচন্দ্রের দেহ দাহ করেন। সকাল ৬ টা নাগাদ তারা কৃষ্ণচন্দ্রকে শ্মশানে নিয়ে যান। এরপর সকলে সকাল সাড়ে ১০ টা নাগাদ বাড়ি ফেরেন। তারপর বাড়ি ফিরে ১১টার সময় বাড়ি থেকে সকলে মিলে ভোট দিতে যান।

পরিবারের সদস্যদের বক্তব্য, তারা সকলেই কংগ্রেসের সমর্থক। এই পরিবারে ৩০ থেকে ৩৫ জন ভোটার রয়েছে। তাই এতগুলি ভোট নষ্ট করার ভুল তারা করতে চাননি। এই ঘটনার খবর ওই পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি পরিবারের জন্য কিছু হবিষ্যিও নিয়ে যান। তাদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান কংগ্রেস নেতা। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা অনেক বড় পরিবার। দেহ দাহ করার পরে সকলে ভোট দিতে গিয়েছেন। তারা শোক চেপে রেখে যেভাবে ভোট দিতে গিয়েছেন তা সত্যিই অভূতপূর্ব।

প্রসঙ্গত, এর আগে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল ৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে। সেই সময় বেলডাঙা থানা এলাকার বাসিন্দা রেনুকা মার্ডির ছেলের মৃত্যু হয়েছিল। তবে ছেলের দেহ মর্গে রেখেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। এরকম খবর পাওয়ার পরে সন্তানহারা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীর চৌধুরী। আর এবারও ঠিক একই ঘটনা ঘটল বহরমপুরে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.