জয়নগরে পুলিশের সাফল্য গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। ৬২ দিনের মাথায় জয়নগরের অভিযুক্তর সাজা ঘোষণা করা হয়েছিল। আর সেটা সম্ভব হয়েছিল জেলা পুলিশের উদ্যোগে। যা দেখেছিল রাজ্যবাসী। এবার জয়নগরের পরে ফরাক্কার ঘটনাতেও পুলিশের উদ্যোগ দেখা গেল। আর এক নাবালিকার ধর্ষণ–খুনের ঘটনায় দু’জন দোষী সাব্যস্ত করা হল মাত্র ৬০ দিনে। অর্থাৎ দু’মাসের মধ্যে। আগামীকাল, শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করবে জঙ্গিপুর আদালত। ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করা হবে।
এদিকে গত ১৩ অক্টোবর ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় প্রথমে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারপর তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। ১৩ অক্টোবর ছিল বিজয়া দশমী। ওই দিন ঘটে নারকীয় ঘটনা। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারের বিরুদ্ধে।
আরও পড়ুন: ভেঙে পড়ছিল বজবজ পাবলিক লাইব্রেরি, সংস্কার করতে সাহায্যের হাত বাড়ালেন অভিষেক
অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পড়ে পুলিশ। তখনই সামনে আসে, ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু হালদার। আর সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ মিলে ওই শিশুকন্যার উপর নির্মম যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এই নোংরা কাজ করার পর শ্বাসরোধ করে খুন করা হয় নাবালিকাকে বলেও অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। আর ওই ঘটনায় ২১ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। আজ, বৃহস্পতিবার সেই মামলার রায়দান হয়। জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয় ধৃতদের।
এছাড়া জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এই ঘটনায় গঠিত হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। তারপর ১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। এরপর যাবতীয় তথ্যপ্রমাণ একজোট করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। তার ৩৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হল অভিযুক্তদের। শুক্রবার সাজা ঘোষণা হবে। আবার একবার বাংলায় নজির গড়ল পুলিশ। এবার সোশ্যাল মিডিয়ায় তা লিখেছে রাজ্য পুলিশ। এক্স হ্যান্ডেলে পুলিশ লিখেছে, মাত্র দু’মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ হয়েছে ফরাক্কা ধর্ষণ খুনের ঘটনায়। উল্লেখ্য, যদিও আরজি কর হাসপাতালের ঘটনায় এখন বিচার মেলেনি।