বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'জাওয়াদ সব শেষ করে দিল', শীতের শুরুতে মাথায় হাত আলু চাষিদের

'জাওয়াদ সব শেষ করে দিল', শীতের শুরুতে মাথায় হাত আলু চাষিদের

মাঠে জমে গিয়েছে জল।

এই অবস্থায় চরম ক্ষতির আশঙ্কা করছেন রাজ্যের আলুচাষিরা।

শীতকালীন ফসলের মধ্যে উল্লেখযোগ্য হল আলু। রাজ্যের বহু কৃষক শীতকালে আলু চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু, জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের বহু জেলার আলু চাষিরা। পশ্চিম মেদিনীপুরের বহু কৃষক ব্যাঙ্ক এবং সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু ডিসেম্বরের শুরুতে নিম্নচাপের বৃষ্টিতে আলু গাছ কার্যত জলের তলায়। এই অবস্থায় চরম ক্ষতির আশঙ্কা করছেন রাজ্যের আলুচাষিরা। রাতের ঘুম উড়েছে চাষিদের। এখন তারা জীবিকা নির্বাহ কীভাবে করবেন, তা নিয়ে চিন্তায় মাথায় হাত আলুচাষিদের।

বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লক, দাসপুর প্রভৃতি এলাকায় ইয়াসের সময় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় ধানচাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই বিপদ কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আলু চাষ করার কথা ভেবেছিলেন কৃষকরা। তাঁদের ধারণা ছিল, আলু চাষ করলে হয়তো দুর্বিষহ অবস্থা কিছুটা কাটানো সম্ভব হবে। সেই আশাতেই ব্যাঙ্ক এবং সমবায় সমিতি থেকে ২০-২৫ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন বহু কৃষক।

তবে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার চাষের জমি। সাধারণত আলু চাষে জল কম লাগে। কিন্তু জাওয়াদের ফলে জল থৈ থৈ অবস্থা জমিতে। জমি থেকে জল কীভাবে বের করবেন, তা বুঝে উঠতে পারছেন না চাষিরা। চাষিদের কথায় জমি থেকে জল বের করা না গেলে সেক্ষেত্রে আলু গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলুর পাশাপাশি শীতকালীন সবজিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা চাষিদের। তাঁদের কথায়, 'জাওয়াদ সব শেষ করে দিয়ে গেল।'

চাষিদের আশঙ্কা, শনিবার থেকে যে বৃষ্টি চলছে তাতে জমিতে জল থইথই অবস্থা। এর ফলে আলু গাছ বাঁচার সম্ভাবনা খুব কম। তাঁদের বক্তব্য, 'এই করেই তাদের সংসার চলে । তার উপর যদি এই বছর আলু না হয়, সেক্ষেত্রে না খেতে পেয়ে মরতে হবে। তাই এই পরিস্থিতিতে কোনও উপায় না থাকায় সরকারি সাহায্যের উপরেই ভরসা রাখছেন চাষিরা।' তাঁদের বক্তব্য,' সরকার সাহায্য না করলে আমাদের কোন উপায় থাকবেনা। '

যদিও এ বিষয়ে মহকুমাশাসক সুমন বিশ্বাস কৃষকদের নিয়ে চিন্তিত। তিনি জানান, গোটা পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে। কৃষকদের কথা নিশ্চয়ই ভাবা হবে।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.